ভয়ানক হাড়হিম করা ঠাণ্ডা আসতে চলেছে বঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, December 15, 2019

ভয়ানক হাড়হিম করা ঠাণ্ডা আসতে চলেছে বঙ্গে।

আগামী ৪৮ ঘণ্টা পর থেকে হাড়হিম করা ঠাণ্ডা পড়তে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। মৌসুমের শীতলতম সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহ। উষ্ণতা থাকবে কোলকাতা ও সংলগ্ন এলাকায় ১১° সেলসিয়াস থেকে ১৪° সেলসিয়াসের মধ্যে। কাল থেকে বাড়তে পারে উত্তরে বাতাসের দাপট। মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে আরও নামবে তাপমাত্রা। তবে ২৫ তারিখের আশেপাশে আবার বাড়তে পারে তাপমাত্রা। সতর্ক থাকুন ও বৃদ্ধ / শিশুদের সঠিকভাবে রাখুন। পশ্চিমীঝঞ্ঝা বর্তমানে কেটে গেছে , বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত ২৪ -৩৬ ঘন্টার মধ্যে দুর্বল হয়ে যাবে। সাথে অক্ষরেখাও। তাই প্রবল ঠাণ্ডা পড়তে চলেছে এবার। আকাশ আগামী ৪৮ ঘন্টায় হেজি থাকবে। পশ্চিমাঞ্চলের কোনো কোনো স্থানে আজ আংশিক মেঘলা থাকতে পারে। এই সপ্তাহে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ১০° সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। মঙ্গলবার থেকে দেখতে পাব উত্তরে বাতাসের দাপট গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত এর প্রভাবে ও পশ্চিমীঝঞ্ঝার ramment এর প্রভাবে উত্তর বঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে। পার্বত্য অঞ্চলে কিছু জায়গায় তুষারপাত হলেও হতে পারে আজ। তবে ৩৬ ঘণ্টার মধ্যে আরও উন্নত হবে আবহাওয়া। ভালো শীত পড়বে এখানে। ৪৮-৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গের কিছু জায়গায় কুয়াশা হতে পারে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল(Wowb)
দেবজিত মজুমদার। (Wowb)
শান্তনু ব্যানার্জি। ( Wowb)
তারিখ: ১৫.১২.১৯ 

No comments:

Post a Comment