দক্ষিণবঙ্গে কবে কমতে চলেছে দুর্যোগ? - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, October 03, 2025

দক্ষিণবঙ্গে কবে কমতে চলেছে দুর্যোগ?



দক্ষিণবঙ্গে কবে কমতে চলেছে দুর্যোগ?

মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জের দক্ষিণবঙ্গের দশমীর পর থেকেই আকাশের মুখ ভার এবং বৃষ্টি। নিম্নচাপটি উড়িষ্যায় ইতিমধ্যেই স্থলভাগে প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে আগত জলীয়বাষ্পের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে কখনো হালকা বৃষ্টিপাত আবার কখনো ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে স্থান বিশেষে। নিম্নচাপটি আগামী ২৪ ঘন্টায় অনেকটাই শক্তি হারাবে যার কারনে দক্ষিণবঙ্গে কিছুটা কমবে । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চল গুলিতে বৃষ্টিপাতের আধিক্য বেশি থাকবে। এছাড়াও পশ্চিমে বিভিন্ন জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী ২৪ ঘণ্টায়। কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদের দেখা মিলবে না আগামী দুই দিন । তবে আগামী ৫ ই অক্টোবর থেকে আবহাওয়া উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টিপাতের কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক থাকবে এবং অস্বস্তিকর গরম বজায় থাকবে। 

No comments:

Post a Comment