কালকে ছিল মরশুমের শীতলতম দিন। মোটামুটিভাবে ভালো শীতের আমেজ পেয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গা। কিন্তু হঠাৎ করে আজ সকালের পরিস্থিতি পরিবর্তন হয়েছে। কোথাও কোথাও গাড় কুয়াশা দেখা গেছে। উত্তরে বাতাসের দাপট কম লাগছে আজ থেকে। তাহলে কী আর শীত পড়বে না। শীতের পথে বাধ সেধেছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়। উচ্চচাপ বলয়ের প্রভাবে
সমুদ্র থেকে জলীয় বাতাস ঢুকে কুয়াশা তৈরি করেছে। তার উপর আগামী সপ্তাহে আসতে চলেছে শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা। দুইয়ের প্রভাবে তাপমাত্রার তেমন হেরফের হবে না এই সপ্তাহে। বরং তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮-৭২ ঘণ্টার মধ্যে কুয়াশার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে সতর্কতা দেওয়া হল। ১০-১৫ তারিখের মধ্যে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ১৫/১৬ তারিখ বা তারপর আবার দ্রুত নামতে পারে তাপমাত্রা এবং তখনি পাকাপোক্ত ভাবে ঢুকে যাবে শীত।
আপাতত ৪৮ ঘণ্টা কমবে না তাপমাত্রা। আগামী সপ্তাহে উষ্ণতা বৃদ্ধি পাবে। ১২-১৫ ডিসেম্বর এর মধ্যে কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে। উত্তরে ওই সময় বৃষ্টি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬°সেলসিয়াস থেকে ১৭°সেলসিয়াসের মধ্যে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
সময়: ১০.৪৫ ( সকাল) ।
No comments:
Post a Comment