উত্তরে বাতাসের দাপট বাড়ায় ক্রমেই নামছে তাপমাত্রা। আগামী শনিবার পর্যন্ত ভালো শীতের আমেজ থাকবে। পশ্চিমীঝঞ্ঝা না থাকায় বিনা বাধায় নেমে আসছে উত্তরে বাতাস। এর প্রভাবে ক্রমশই নামছে তাপমাত্রা।
উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা নামছে। পুরুলিয়ার তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছে ১১°সে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯° সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। উত্তরে বাতাসের দাপট বাড়তেই শুষ্ক পরিবেশ সৃষ্টি হয়েছে।
অন্যদিকে বিগত কয়েক দিন উত্তর পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাসের গতি শ্লথ হয়ে যাওয়ায় শীত অনুভূত হয়নি। এর কারণ উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমীঝঞ্ঝা এসেছে । বর্তমানে শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা না থাকায় শীতল বাতাস প্রবেশ করছে যা উষ্ণতা এক ধাক্কায় অনেক কমিয়ে দিয়েছে আজ। ১০ ডিসেম্বর উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা আসতে চলেছে। এর প্রভাবে ১০-১৫ ডিসেম্বরের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পেতে পারে। এছাড়া ৮/৯ ডিসেম্বর উত্তর বঙ্গোপসাগরে একটি প্রতীপ ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। ফলে ওই সময় পারদ বৃদ্ধি পেতে পারে।
তবে রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
সময়: ১.৫০ ( রাত )
তারিখ: ৬/১২/১৯
No comments:
Post a Comment