আরবসাগরে পরপর ঘূর্ণিঝড়ের সতর্কতা। দক্ষিণ পশ্চিম আরবসাগরে ও সংলগ্ন এলাকায় ঘনীভূত অতি গভীর নিম্নচাপ বর্তমানে ঘূর্ণিঝড় হিসাবে অবস্থান করছে সেই এলাকায়। আগামী ৪৮ ঘন্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই ঘূর্ণিঝড়ের নাম হল পবন ( TC 06A)। বর্তমানে বাতাসের গতিবেগ ৭০ Kmph ও সর্বোচ্চ বাতাসের ঝাপটা ৭৫-৮৫ Kmph. এটি আফ্রিকার পূর্ব উপকূলে আঘাত করতে পারে। এই ঝড়ের জন্য দ প আরবসাগর ও সংলগ্ন এলাকা ৭২ ঘণ্টা উত্তাল থাকতে পারে। অন্যদিকে দক্ষিণ পূর্ব ও সংলগ্ন পূর্ব মধ্য আরবসাগরে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অতি গভীর নিম্নচাপ / ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় অঞ্চলের চারপাশের বায়ুর গতি ঘন্টায় ৫০-৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এর প্রভাবে আগামী ৪৮-৭২ ঘন্টায় কেরালা, কর্ণাটক ও মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নাম হতে পারে আমপান। পজেটিভ ডাইপোল, দক্ষিণ পূর্ব আরবসাগরে উচ্চ সমুদ্র জলতাপমাত্রা ও পজিটিভ MJO এর প্রভাবে একসাথে দুটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এবং তা শক্তিশালী। আগামী সপ্তাহের মধ্যে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৪৮ ঘন্টায় নিম্ন তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও কুয়াশা হলেও আকাশ পরিষ্কার থাকবে। সর্বোনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬° সেলসিয়াসের আশেপাশে থাকবে। Forecasted by: A. Batabyal Time : 12.40am. |
cyclone
Wednesday, December 04, 2019
Home
Unlabelled
সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। চরম দুর্যোগের সম্ভাবনা।
সাগরে জোড়া ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। চরম দুর্যোগের সম্ভাবনা।
About Argho Batabyal
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......
No comments:
Post a Comment