ঝঞ্ঝার প্রভাবে বাড়তে পারে তাপমাত্রা আগামী সপ্তাহে। দুর্যোগের সম্ভাবনা ১২-১৬ ডিসেম্বর। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 05, 2019

ঝঞ্ঝার প্রভাবে বাড়তে পারে তাপমাত্রা আগামী সপ্তাহে। দুর্যোগের সম্ভাবনা ১২-১৬ ডিসেম্বর।

আগামী ১০ তারিখের আশেপাশে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আবার নতুন করে বাড়তে পারে পারদ
কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। কারণ ১০/১১ তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতে একটি অতি শক্তিশালী পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে। এবং ক্রমশ তা ধেয়ে আসবে পূর্ব ভারতের দিকে। এর প্রভাবে উত্তর পশ্চিম ভারতের উত্তর রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা , উত্তরপ্রদেশ , হিমাচল প্রদেশের বেশির ভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টি বা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে ১০-১৩ তারিখের মধ্যে। ১২-১৪ তারিখের মধ্যে ঝড়খণ্ড , বিহার ও মধ্যপ্রদেশে মেঘলা আকাশ ও বৃষ্টি হতে পারে। ১৩-১৫ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গের মালদা
, মুর্শিদাবাদ, দিনাজপুর সহ বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। কারণ ঝঞ্ঝার ঘূর্ণাবর্তের সঙ্গে অক্ষরেখা সংযুক্ত থাকবে। এর প্রভাবে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘলা আকাশ, কুয়াশা থাকতে পারে এবং এই সময়ে বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও। তবে ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত যদি আরও
নেমে আসে তাহলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুর্যোগ আরো বাড়তে পারে।
১০-১৩ ডিসেম্বরের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিস্টেম সরলে কমবে আরো উষ্ণতা। তবে ৪৮-৭২ ঘন্টায় শীতের আমেজ যথেষ্ট পরিমানে উপলব্ধ হবে। আকাশ পরিষ্কার থাকবে। জলপাইগুুড়ি , তরাই ও সংলগ্ন এলাকায় উষ্ণতা কম থাকবে। উত্তরে বাতাসের দাপট থাকবে ৪৮-৭২ ঘন্টায়। 
গতকালের তুলনায় আজ কলকাতায় সর্বোনিম্ন তাপমাত্রা কমেছে। উপকূল ও সংলগ্ন এলাকায় 
সর্বোনিম্ন তাপমাত্রা কম রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯° সেলসিয়াস। হাওড়ার ঊলুবেড়িয়ায় তাপমাত্রা ১৮° সেলসিয়াস। বর্ধমানের তাপমাত্রা ১৪° সেলসিয়াস। পুরুলিয়ার
তাপমাত্রা ১১° সেলসিয়াস। এটিই আজ সর্বোনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে। শক্তিশালী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয় না থাকায় উষ্ণতা কমেছে। 
অন্যদিকে আরবসাগরে রয়েছে ঘূর্ণিঝড় পবন। যা
দুর্বল হয়ে সোমালিয়া উপকুল অতিক্রম করতে পারে ৭২ ঘণ্টার মধ্যে। আরবসাগরে আরেকটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল।
সময়: ৭.০০( সন্ধ্যা)।
তারিখ: ৫.১২.১৯ ।

No comments:

Post a Comment