গ্রহণের দিন বাড়ল বৃষ্টি।ফের বৃষ্টির ভ্রুকুটি নতুন বছরে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, December 26, 2019

গ্রহণের দিন বাড়ল বৃষ্টি।ফের বৃষ্টির ভ্রুকুটি নতুন বছরে।

পূর্বাভাস অনুযায়ী শুরু হয়েছে বৃষ্টি রাজ্যজুড়ে।
কখনো হালকা থেকে মাঝারি ও কখনো মাঝারি থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হচ্ছে। বিকাল বাড়তে কলকাতা ও আসেপাশের এলাকায় বাড়ছে বৃষ্টি। একটি উচ্চচাপ বলয় ও আরবসাগর থেকে আসা জলীয় বাষ্প পূর্ণ বাতাস ঢুকে মেঘলা হয়ে আছে সারাদিন। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মাঝারি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি আগামীকাল সকাল পর্যন্ত হতে পারে। আগামীকাল দুপুর বা তারপর আকাশ পরিষ্কার হবার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বন্ধ হলে কাল রাত থেকে ভালো ঠাণ্ডা অনুভব হবে ২৮-৩০ তারিখের মধ্যে জাকিয়ে ঠাণ্ডা পড়বে রাজ্যজুড়ে। আগামীকাল রাত থেকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী জানুয়ারির ২-৫ তারিখের মধ্যে আবার বঙ্গে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র থেকে আসা জলীয় বাতাস, ঘূর্ণাবর্ত ও সম্মিলনের প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আপাতত বৃষ্টির পর আসছে জাঁকিয়ে ঠান্ডা। হাড়কাঁপানো
ঠাণ্ডা। আগামী ২৮-৩০ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোনিম্ন তাপমাত্রা নামতে পারে পশ্চিমাঞ্চলে ৪°-৮° সে ও কলকাতায় ১০° সে বা তার নীচে নামতে পারে পারদ। ২৭ তারিখ রাত থেকে ২৮ /২৯ তারিখের মধ্যে কুয়াশার সম্ভাবনা রয়েছে। ২৮-৩০ তারিখের মধ্যে বাড়বে উত্তরে বাতাসের দাপট। 
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ২৬.১২.১৯
সময় : ৫.৪৫ বিকাল। 


No comments:

Post a Comment