ক্রমেই বাড়ছে উত্তর পশ্চিমা শীতল বাতাসের দাপট। সকাল থেকে একটা হাওয়াতে ভালো রকম ঠাণ্ডা লাগছে। মনে পড়ে যাচ্ছে রবি ঠাকুরের গান " শীতের হাওয়ায় লাগল নাচন , আমলকীর ডালে ডালে। " পশ্চিমীঝঞ্ঝা না থাকায় ও মধ্যভারতের উপর ঘূর্ণাবর্ত না থাকায়
ধেয়ে আসছে উত্তরে হাওয়া। উত্তর পশ্চিম হিমালয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে মাঝে মধ্যেই
কম বেশী তুষারপাত হয়েছে। ওই অঞ্চলের ভারী ও শীতল বাতাস নেমে আসছে বিনা বাধায়। এর প্রভাবে শীতলতা বাড়ছে। আগামী শুক্রবার পর্যন্ত ভালো ঠাণ্ডার আমেজ থাকতে পারে। তবে শনিবার বা রবিবার থেকে উষ্ণতা
ঊর্ধ্বমুখী হতে পারে একটু।
আজ কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। আজকে সর্বোনিম্ন তাপমাত্রা রয়েছে বীরভূমের
শ্রীনিকেতনে যা দক্ষিণবঙ্গের আজ সর্বোনিম্ন তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা রয়েছে ১৩ থেকে ১৫ ° সেলসিয়াসের
আশেপাশে। উপকূলীয় এলাকায় তাপমাত্রা রয়েছে ১৬ থেকে ১৮ ° সেলসিয়াসের মধ্যে। কলকাতার আলিপুরের সর্বোনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭° সেলসিয়াস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাপমাত্রা কমতে পারে।
এলাকায় তাপমাত্রা ১৪° সেলসিয়াস থেকে ১৬°
সেলসিয়াসের আশেপাশে থাকবে। ৭/৮ তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এটি ১২-২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। অন্যদিকে ৭ তারিখের আশেপাশে আরবসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এই নিম্নচাপ গুলির প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়বে না।
পূর্বাভাস প্রদানকারী: অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৪ ডিসেম্বর ২০১৯
সময়: বিকাল ৪ টে।
No comments:
Post a Comment