বর্ষবরণের দিন সকালে বৃষ্টি না হলেও বর্ষবরণের পরবর্তী ৭২ ঘন্টায় ব্যাপক ঝড়বৃষ্টি ঘনিয়ে আসছে দক্ষিণবঙ্গে । আগামী ৪৮-৭২ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক
দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে মেঘ ঢুকছে। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পশ্চিমের জেলাগুলোতে। তবে কলকাতা ও আসেপাশের এলাকায় আবহাওয়া মোটামুটি আজ পরিষ্কার। তবে রাত থেকে মেঘ ঢুকতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আগামী কাল থেকে ৪ জানুয়ারি পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কোনো কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ তারিখ সন্ধ্যা বা রাত থেকে ৪ তারিখ বেলা পর্যন্ত ব্যাপক দুর্যোগের ঘনঘটা থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া ,মেদিনীপুর ,পুরুলিয়া , ২৪ পরগণা সহ নানা জায়গায়। পশ্চিমাঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩ তারিখ নানা জেলায় দফায় দফায় ঝড়বৃষ্টি বা বৃষ্টি হতে পারে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল এর তরফ থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি / শিলাবৃষ্টি/ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতাও দেওয়া হল।
পূবালী ও পশ্চিমা বাতাসের সংঘর্ষ , ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে ঝড়়বৃৃৃৃষটি ও দুর্যোগের সতর্কতা দেওয়া হল। চাষীদের সমস্যা করতে পারে এই অদিনের বৃষ্টি ও শিলাবৃষ্টি । তাই সতর্কতা অতি দ্রুত নিতে বলা হচ্ছে। এই সিস্টেমের মেঘগুলো পশ্চিম থেকে পূর্ব / পূর্ব দ পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এই বৃষ্টির পর আবার পারদ নামার একটা সম্ভাবনা রয়েছে ৫/৬ তারিখ নাগাদ। সুতরাং ৫/৬ তারিখ নাগাদ আবার ভালো মতো শীত আসতে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১.১.২০২০
সময়: সন্ধ্যা ৬.১৫ মিনিট।
No comments:
Post a Comment