একের পর এক পশ্চিমীঝঞ্ঝা , ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হারিয়ে গেছে শীত। ১৪ তারিখ থেকে আস্তে আস্তে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আর তেমন নামেনি। তৈরি হয়েছে বাসন্তিক পরিবেশ। বসন্ত পঞ্চমীর আগেই যেন বসন্ত এসেছে বঙ্গে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টি তেমন হয়নি ১০ তারিখের পর থেকে। তবে উত্তরবঙ্গ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এর কারণ ঘূর্ণাবর্ত, অক্ষরেখা ও পশ্চিমী ঝঞ্ঝা। ঝাড়খণ্ড,ছত্তিশগড়, বিহার ও মধ্যপ্রদেশে বৃষ্টি হচ্ছে পশ্চিমীঝঞ্ঝার প্রভাবে সৃষ্ট ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে। এর পাশাপাশি সাথ দিচ্ছে বঙ্গোপোসাগরে তৈরি হওয়া উচ্চচাপ বলয়।
বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি উচ্চ্চাপ বলয় তৈরি হয়েছে। এর পাশাপাশি দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব ভারতের উপর। একটি অক্ষরেখা আসাম থেকে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত আছে। এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো স্থানে। তবে কাল রাত থেকে হারানো শীতকে ফিরে পেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো। উত্তর বঙগে কাল থেকে আবার ঠাণ্ডা বাড়়বে। তবে জাঁকিয়ে শীত আসছে ২৪-২৮ তারিখ পর্যন্ত। ২২/২৩ তারিখ নাগাদ একটি উচ্চ্চাপ বলয় তৈরি হবে। এর প্রভাবে ঘনকুয়াশা ও আংশিক মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই সময়ের মধ্যে। ঝাড়়খণড ও সংলগ্ন এলাকায় হেজ ও আংশিক মেঘলা আকাশ থাকবে ওই সময়ের মধ্যে। কোথাও কোথাও কুয়াশা হতে পারে। ২৪ তারিখ থেকে মারাত্মক ঠাণ্ডা পড়়তে চলেছে কলকাতা ও সংলগ্ন এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১০-১৩° সেলসিয়াসের মধ্যে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামতে পারে ১২-১৪° সে মধ্যে। আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। হেজ বা কুয়াশা হতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে। কোথাও কোথাও ঘনকুয়াশা হতে পারে ৪৮ ঘণ্টার মধ্যে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে ৪৮-৭২ ঘণ্টার মধ্যে। বাংলাদেশের উত্তর অংশে কাল পর্যন্ত আংশিক থেকে প্রধানত মেঘলা থাকবে। কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। কাল ও পরশু ঘনকুয়াশা হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে ২৪ ঘণ্টার মধ্যে। বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। কোথাও কোথাও কুয়াশা হতে পারে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
সহায়তা: দেবজিত মজুমদার
তারিখ: ১৯.১.২০
সময়: রাত ৮টা।
No comments:
Post a Comment