ফের মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। কমতে পারে শীতের দাপট। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, January 07, 2020

ফের মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। কমতে পারে শীতের দাপট।

ফের দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশের সম্ভাবনা তৈরি হচ্ছে ৮ ও ৯ তারিখ। ওই সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা বা কখনও কখনও প্রধানত মেঘলা থাকবে। ওই সময়ের মধ্যে পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, প মেদিনীপুর
, ঝাড়গ্রাম, বর্ধমান প্রভৃতি অঞ্চলে ৮ ও ৯ তারিখ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অঞ্চলে আকাশ আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে। ওই সময় সর্বোনিম্ন উষ্ণতা বৃদ্ধি পেতে থাকবে। উষ্ণতা থাকতে পারে ১৩-১৫ ° সেলসিয়াসের মধ্যে। পশ্চিমাঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে ১০ তারিখ থেকে তাপমাত্রা ফের নামতে শুরু করবে। এবং ১১-১৫ তারিখের মধ্যে আবারো হাড়কাঁপানো শীত আসতে পারে। 
উত্তর পশ্চিম ভারতে একটি পশ্চিমীঝঞ্ঝা রয়েছে। উত্তর পশ্চিম ভারতে পাশাপাশি দুটি 
সার্কুলেশন রয়েছে । দুটি সার্কুলেশনের মধ্যভাগে অক্ষরেখা রয়েছে। ফলে আদ্র পূবালী বাতাস ও দ প বাতাস ঘূর্ণাবর্তের দিকে অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি শীতল পশ্চিমা বাতাস উত্তর পশ্চিম দিক থেকে মিলিত হচ্ছে পূবালী বাতাসের সঙ্গে। এই সিস্টেমের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে ব্যাপক বৃষ্টি / বজ্রবৃষ্টি / ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে।
মধ্য ভারতে আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টি হতে পারে।  উত্তরবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৮ ও ৯ তারিখ। ১০ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। ১০ তারিখ/ ১১ তারিখ থেকে জাকিয়ে শীত পড়বে রাজ্যজুড়ে।
পূর্বাভাস প্রদানকারী:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ৭.১.২০২০

No comments:

Post a Comment