ধোঁয়া ও মেঘে ঢেকেছে আকাশ। আরো ভয়ঙ্কর অগ্নুৎপাতের সম্ভাবনা তাল আগ্নেয়গিরি থেকে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, January 14, 2020

ধোঁয়া ও মেঘে ঢেকেছে আকাশ। আরো ভয়ঙ্কর অগ্নুৎপাতের সম্ভাবনা তাল আগ্নেয়গিরি থেকে।

আকাশ কালো ধোঁয়ায় ও মেঘে ঢেকেছে ফিলিপাইনে। চারদিকে উড়ে পড়ছে ছাই। ক্রমেই সাক্ষাৎ মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে পশ্চিম
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফিলিপাইনে অবস্থিত সক্রিয় আগ্নেয়গিরি তাল। এই আগ্নেয়গিরি থেকে ১৯১১ সালে ভয়াবহ অগ্নুৎপাত হয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি সক্রিয় আগ্নেয়গিরি হল তাল । সাধারণত  আগ্নেয়গিরিকে আমরা তিনভাগে বিভক্ত করতে পারি । যথা মৃত আগ্নেয়গিরি, জীবন্ত আগ্নেয়গিরি ও সুপ্ত আগ্নেয়গিরি। তাল হল একটি সক্রিয় আগ্নেয়গিরি। তাল হ্রদে অবস্থিত এই আগ্নেয়গিরি থেকে বর্তমানে অগ্নুৎপাত হচ্ছে। এবং ভবিষ্যতেও থাকছে সম্ভাবনা। তাই এই ধরনের আগ্নেয়গিরি সক্রিয় আগ্নেয়গিরি। প্রদত্ত আগ্নেয়গিরি থেকে নিঃসৃত গ্যাস ও জলীয় বাষ্প উর্দ্ধস্তরে ঘনীভূত হয়ে ঘনকালো মেঘের সৃষ্টি করছে এবং তাথেকে ভীষণ বজ্রপাত হচ্ছে। আগামী দিনে আরো ভয়াবহ অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে। ক্ষেত ও গাছপালায় জমছে আগ্নেয়গিরির ছাই বা ভস্ম। বাতাসে মিশছে ক্ষতিকারক সালফার ডাই অক্সাইড। অগ্নুৎপাতের ফলে গঠিত মেঘ পাইরো কিউমুলোনিম্বাস ধরণের। এই ধরনের মেঘ থেকে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কারণ সালফার ডাই অক্সাইড জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে। 
সাধারণত পাত সীমান্ত বরাবর আগ্নেয়গিরি অবস্থান করে। প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে পাত সীমান্ত বরাবর আগ্নেয়গিরি গুলি অবস্থান করছে। যাকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার। সাধারণত দুটি পাতের মাঝের দুর্বল অংশ বরাবর ভূ অভ্যন্তরের গলিত ম্যাগমা উঠে এসে  আগ্নেয়গিরি ও অগ্নুৎপাত ঘটায়। আগ্নেয়গিরির বাইরের চাপের থেকে ম্যাগমার চাপ বেশি হলে ভয়ঙ্কর অগ্নুৎপাত হয়। এবং বিস্তৃত অঞ্চল জুড়ে লাভা প্রবাহ দেখা যায়। ফিলিপাইনে ঠিক এই কারণেই অগ্নুৎপাত শুরু হয়েছে। এই অগ্নুৎপাতের ফলে ভূূমিকম্প ও সুুনামীর সম্ভাবনা রয়েছে । আপাতত ফিলিপাইনে আপদকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ম্যানিলা সহ নানা জায়গায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। চলছে আপোদকালীন পরিস্থিতি । কুুইজন, লিপা , ম্যানিলা , টারলাক সহ নানা জায়গায় ভূূমিকম্প , সুুনামী ও আরো প্রবল অগ্নুৎপাতের সতর্কতা দেওয়া হয়েছে। প্রদত্ত অগ্নুৎপাত প্র্রিয়াটিক প্রকৃতির। অগ্নুৎপাতের সঙ্গে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প চাপে নিক্ষেপ হয় বাইরে এবং অগ্নুৎপাতের সময় জলীয় বাষ্পের চাপ বেশি থাকে। 
এই আগ্নেয়গিরি থেকে ভয়ঙ্কর অগ্নুৎপাতের সম্ভাবনা রয়েছে। প্রচুর পরিমাণে গ্যাস মিশছে বাতাসে যা ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টি ও আরো পাইরো কিউমুলোনিম্বাস মেঘ হয়়ার সম্ভাবনা রয়েছে তাল আগ্নেয়গিরিতে। ফসলের ক্ষেতে ছাইপড়়ে ক্ষতি হচ্ছে। যদি আগামী দিনে আরো ভয়াবহ অগ্নুৎপাত হয় তাহলে ভয়াবহ লাভা প্রবাহে প্লাবিত হবে অঞ্চল । আরো ক্ষয়ক্ষতি অপেক্ষা করছে বিশ্বপরিবেশে প্রাকৃতিক বা অর্থনৈতিক দিক থেকে। হতে পারে সুুুুুুনামী ও ভয়ঙ্কর ভূূমিকম্প আগামী দিনে অগ্নুৎপাতের ফলে। তাই সতর্কতা জারি করেছে সরকার ও পরিবেশ বান্ধব সংস্থা গুলি ফিলিপাইন ও বিশ্বের। 
লেখা:অর্ঘ্য বটব্যাল
তারিখ: ১৪.১.২০২০ 

No comments:

Post a Comment