বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ/ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, May 18, 2021

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ/ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি।

মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ক্রমশ গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। সাধারণত পরিসংখ্যান বলে যে মাসের শেষ সপ্তাহে তৈরি হওয়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সরাসরি আঘাত হানার সম্ভাবনা থাকে বাংলাদেশের খুলনা থেকে উত্তর ওড়িশার চাদবালি / ভদ্রকের মধ্যে। দীঘা, হুগলি নদীর মোহনা, পাথর প্রতিমা, গোসাবা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপের আঘাতের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। আসন্ন সিস্টেম দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় হিট করার সম্ভাবনা সবচেয়ে বেশি। 
ম্যাডেন জুলিয়ান অশিলেশন বর্তমানে ফেজ ৩ এ প্রবেশ করতে চলেছে তার জন্য আগামী দিনে বঙ্গোপসাগর ক্রান্তীয় ঝঞ্ঝার অনুকূল পরিবেশ তৈরি হতে চলেছে। ১৮ থেকে ২৬ মে এর মধ্যে এম জে ও ফেজ ৩ , ফেজ ৪ ও ৫ এর দিকে অগ্রসর হবে যার জন্য বঙ্গোপসাগরে শক্তিশালী সিস্টেমের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্ন উইণ্ড শেয়ার, উচ্চ সমুদ্র জলতাপমাত্রা, পশ্চাতে দ প মৌসুমী বায়ুর সাপোর্ট থাকায় সিস্টেম শক্তিশালী হবে। এছাড়া বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অঞ্চলে ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি বেশি থাকায় সিস্টেম শক্তিশালী হয়ে উঠার সম্ভাবনা রয়েছে। 
🔴 ঘটনাক্রম: 
২৩-২৪ মে এর আশেপাশে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সুষ্পষ্ট নিম্নচাপ ও ৪৮ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ৭২-৯৬ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি পরবর্তী পর্যায়ে আরো শক্তিবৃদ্ধি করতে পারে। এবং উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা- গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে। 
🌑 আপার ট্রপোস্ফিয়ারিক কন্ডিশন: 
ইনদোচায়না ও সংলগ্ন এলাকার উপর হাইপ্রেশার এর প্রভাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকা থেকে প্রাথমিক পর্যায়ে উত্তর উত্তর পশ্চিমে ইনিশিয়ালি অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পর্যায়ে স্থলভাগ অতিক্রম করার পর উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে। আবার সাগর থেকে সিস্টেম সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে (ঘূর্ণিঝড় আয়লার মতো পথ সেক্ষেত্রে অনুসরণ করতে পারে।) তবে সিস্টেম ভালোই শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে। মায়ানমার ও ইন্দোচায়না অঞ্চলের উপর হাইপ্রেশার অবস্থান করায় মায়ানমার বা চট্টগ্রামের দিকে সিস্টেম আঘাতের সম্ভাবনা কম। অন্যদিকে পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা বা দক্ষিণ পশ্চিম বাংলাদেশ উপকূলে সিস্টেম আঘাতের সম্ভাবনা বেশি রয়েছে। সিস্টেমের প্রভাব থেকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু সম্পূর্ণ নিরাপদ থাকার সম্ভাবনা রয়েছে। আশা করা যায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর, উত্তর আন্দামান সাগর বা পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্যবঙ্গোপসাগর থেকে সিস্টেম তৈরির সম্ভাবনা বেশি। 
পূর্বাভাস প্রদানকারী অর্ঘ্য বটব্যাল।
১৮.৫.২০২১

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......