নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি অঞ্চল থেকে বিদায় নিয়েছে বর্ষা আগামী ৩ দিনের ভিতর সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বর্ষাবিদায় নেবে। আর তারপর থেকেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গে। ধীরে ধীরে কমবে ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম। মহালয়ার দিন থেকেই বড়োসড়ো আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করবে সমগ্র দক্ষিণবঙ্গবাসী। ক্রমশ কমবে রাতের তাপমাত্রা। সৃষ্টি হবে আরামদায়ক পরিবেশ। মহালয়ার দিন ঝাঁ চকচকে রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গে। এবং পরবর্তীতে যত সময় অগ্রসর হবে ততই ক্রমশ বাড়বে শীতের আমেজ। তীব্র ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরমের মাঝে বিষয়টি হাস্যকর মনে হলেও মৌসুমী বায়ু বিদায়ের পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পাবে। দূর্গাপুজায় ২০২৩ সালে রৌদ্রজ্জ্বল ঝকঝকে বৃষ্টিহীন সুন্দর মনোরম আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অক্টোবরের চতুর্থ সপ্তাহে বঙ্গোপসাগরে কিছু কিছু মডেল নিম্নচাপ দেখালেও ওই নিম্নচাপ সুষ্পষ্ট ভাবে শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা নেই। দুর্বল সিস্টেম যদিও হয় তা যাবে মায়ানমারের দিকে। সুতরাং অযথা ভয় পাওয়ার কিছু নেই। দূর্গাপুজার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সুন্দর রৌদ্রজ্জ্বল বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গে। রাতের দিকে মনোরম ঠাণ্ডা আবহাওয়া। ভোরের দিকে হালকা কুয়াশা ও শিশির পড়বে। উল্লেখযোগ্য দুর্যোগের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে রৌদ্রজ্জ্বল বৃষ্টিহীন আবহাওয়া বিরাজ করবে উল্লেখযোগ্য দূর্যোগের সম্ভাবনা নেই।
১২/১০/২০২৩
No comments:
Post a Comment