দেখতে দেখতে চলে এলো পুজো তবে আগামী দিনে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তা জেনে নেওয়া যাক - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, October 13, 2023

দেখতে দেখতে চলে এলো পুজো তবে আগামী দিনে কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি তা জেনে নেওয়া যাক

দেখতে দেখতে চলে এলো পুজো অর্থাৎ মায়ের আগমন আগামী কাল মহালয়া অর্থাৎ দেবীপক্ষের শুরু , চারদিকে পুজো পুজো আমেজ এবং তারই মধ্যে বর্তমানে রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে সারা বাংলা জুড়ে বলতে পারা যায় এই আবহাওয়াকেই হয়তো শরৎকাল বলে কারণ বিগত বেশ কয়েক বছর ধরে শরৎকায়ের আয়ু ক্রমশ কমছে এবং একসময় হয়তো হারিয়ে যাবে। এই মনোরম পরিবেশে বেলা নাগাদ তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও উত্তরের হওয়ার জন্য রাতের তাপমাত্রা কিন্তু বেশ খানিকটা কমছে যার জেরে রাতে এক মনোরম আবহাওয়া তৈরি হচ্ছে । আগামী বেশ কিছুদিনও দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টিপাত হওয়ার কোন সম্ভাবনা নেই কিন্তু উত্তরবঙ্গে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে যার জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা বেশ খানিকটা কমবে । ভোরের বেলা আগামী দিনে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা নিবে দাঁড়াবে ২১ ডিগ্রীর কাছাকাছি । তবে যে কথাটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পুজোর সময় যে কোনো রকম দুর্যোগে কোন সম্ভাবনা থাকছে না অর্থাৎ পুজোর সময় সকলে ভালোভাবে আনন্দ করতে পারবেন পরিবারের সাথে সময় কাটাতে পারবেন এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় । তাই সকলে সুস্থভাবে এবং আনন্দের মধ্য দিয়ে এই কটা দিন কাটাক কারণ বাঙালিরা এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর তাই এই কটা দিন কোনরকম দুর্যোগ ছাড়া সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে আনন্দ করুন এটাই একান্ত কাম্য । আর প্রতিনিয়ত আবহাওয়া সম্পর্কিত তথ্য সবার আগে পেতে আমাদের পেজে চোখ রাখুন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......