নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার প্রসিদ্ধ জনপদ মহেশতলা থেকে ৩০৬২ কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপটি পরবর্তী ৭২ ঘন্টায় আরো ঘনীভূত হয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগরে আসতে চলেছে। নিম্নচাপটি আন্দামান সাগরে এসে আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসতে চলেছে ২৯শে নভেম্বর ২০২৩ নাগাদ। নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে এবং পরবর্তী পর্যায়ে আরো শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। ২৯শে নভেম্বরের পর থেকে নিম্নচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ১লা ডিসেম্বর ২০২৩ নাগাদ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে অথবা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। নিম্নচাপের প্রভাবে ১লা থেকে ৩রা ডিসেম্বর ২০২৩ এর মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় দমকা থেকে মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোনো কোনো সময় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্র ও জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
২৩শে নভেম্বর ২০২৩
No comments:
Post a Comment