নতুন করে কি আবারো ঘূর্ণিঝড় আসতে চলেছে ? এই ঘূর্ণিঝড়ের কিরূপ প্রভাব পড়বে তা চলুন জেনে নেওয়া যাক.... - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, November 28, 2023

নতুন করে কি আবারো ঘূর্ণিঝড় আসতে চলেছে ? এই ঘূর্ণিঝড়ের কিরূপ প্রভাব পড়বে তা চলুন জেনে নেওয়া যাক....

নতুন করে কি আবারো ঘূর্ণিঝড় আসতে চলেছে ? মিচাউং নামের এই সিস্টেমটি ক্রমশ দানা বাঁধছে বঙ্গোপসাগরে । প্রথমে মনে করা হচ্ছিল বিভিন্ন ধরনের মডেল অনুযায়ী যে সিস্টেমটি ২৭ তারিখে গভীর নিম্নচাপ এবং ২৯ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে কিন্তু এ সিস্টেমটি কিছুটা লেট ফর্মেশন করার জন্য বর্তমানে মডেলে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে মনে করা হচ্ছে যে এই সিস্টেমটি ল্যান্ড ফল করতে পারে আনুমানিক ৪-৫ ই ডিসেম্বর নাগাদ । বর্তমানে সিস্টেমটি আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপে অবস্থান করছে যা আগামীতে গভীর ও অতি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপে অবস্থান করবে, যা প্রথমে উত্তর পশ্চিম থেকে অগ্রসর হবে এবং তারপর বাঘ নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে শুরু করবে ফলে এটি আঘাত হানতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলে তবে উড়িষ্যা, অন্ধ্র ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও যেটি একেবারেই আছড়ে পড়বে না সেই আশঙ্কাও এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না । সিস্টেমটি যখন ক্রমশ সংঘটিত হতে শুরু করবে তখন এই সিস্টেমটি প্রকৃত পথ নির্ধারণ করা যাবে । তবে বর্তমানে এইটুকু বোঝা যাচ্ছে যে সিস্টেমটি প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে ফলে আমরা প্রতিনিয়ত এ সিস্টেমটি নিয়ে মনিটরিং করছি এবং যদি সিস্টেমটি পশ্চিমবঙ্গে বিশেষভাবে প্রভাব ফেলে তবে আমরা তা অনেক আগেই আপনাদের জানিয়ে আমাদের পক্ষে যতজনকে সম্ভব সতর্ক করার চেষ্টা করব । কিন্তু অযথা এখনই পশ্চিমবঙ্গে আসছে বা পশ্চিমবঙ্গে আসবেই বা অন্য কোথাও যাবেই এই ধরনের কোনরকম ভিডিও বা খবরের পোর্টাল পড়লে সেটি একেবারেই গুজব তাই সেটিতে আপনি এখনই কান দেবেন না । হ্যাঁ এটা অস্বীকার করা যায় না যে পশ্চিমবঙ্গে আসার একটি সম্ভাবনা এবারের লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তা যে একেবারেই প্রবল এবং যে ঘটবেই তা বর্তমানে বলা সম্ভব নয় । তবে আপনারা সতর্ক থাকুন এবং এই ঘূর্ণিঝড়ের সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......