সিকিমের সাইলেন্ট ভ্যালি রিনচেনম্পং থেকে দেখা যাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সাথে তীব্রতর ঠাণ্ডা।। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, November 19, 2023

সিকিমের সাইলেন্ট ভ্যালি রিনচেনম্পং থেকে দেখা যাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সাথে তীব্রতর ঠাণ্ডা।।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বেশিরভাগ ভ্রমণ পিপাসু বাঙালিদের ছুটির ডেস্টিনেশন এখন সিকিম। প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তর সিকিম সম্পূর্ণ ভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত না হলেও দলে দলে পর্যটকরা ভিড় করছে পশ্চিম ও দক্ষিণ সিকিমের পর্যটন কেন্দ্রগুলিতে। নামচি, পেলিং, রাভাংলার পাশাপাশি বর্তমানে নাম জুড়েছে ইয়াকসাম, ছায়াতাল ও রিনচেনম্পং এর নাম। রিনচেনম্পং সিকিমের সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত এবং কাঞ্চনজঙ্ঘা দেখার আদর্শ মনোমুগ্ধকর যায়গা। নভেম্বর মাসে বেশ ভালোই বাঙালি পর্যটকরা ভিড় জমাচ্ছে সিকিমের গ্রাম্য জনপদ রিনচেনম্পং এ। আগামী ৫ থেকে ৭ দিন রিনচেনম্পং যারা যাচ্ছেন তাদের স্বাগত জানাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা সাথে বয়ে যাবে হিমশীতল উত্তরে বাতাস। পরিষ্কার আকাশে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে ৭ থেকে ৮°সেলসিয়াসের আশেপাশে। উল্লেখযোগ্য পশ্চিমী ঝঞ্ঝা না আসার কারণে প্রধানত পরিষ্কার ও রৌদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজ করবে রিনচেনম্পং, পেলিং, রাভাংলা, ইয়াকসাম, নামচি, ওখরে, জোরথাং ,সিরিখোলা সহ দক্ষিণ ও পশ্চিম সিকিমের বিভিন্ন স্থানে। তাই যারা এখন রিনচেনম্পং সহ সিকিমের বিভিন্ন স্থানে বেড়াতে যাচ্ছেন উপভোগ করুন ঝকঝকে রৌদ্রজ্জ্বল বৃষ্টিহীন শুষ্ক আবহাওয়া। পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘায় ঠিকরে পড়া প্রথম সূর্যালোক মন ভালো করার মক্ষোম ঔষধ। সাথে থাকবে বেশ ভালোই ঠাণ্ডা।। 
১৯শে নভেম্বর ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......