নিজস্ব সংবাদদাতা :- গত কয়েকদিন ধরে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের তরাই অঞ্চল গুলো তীব্র শীতের প্রকোপ সহ্য করছে! চলছে শৈত্যপ্রবাহ! আজ উত্তরবঙ্গের প্রধান শহর শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 4. 8 ডিগ্রি সেলসিয়াস! এই সময়ে তাপমাত্রা স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থেকে প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে চলছে ! অর্থাৎ বুঝাই যাচ্ছে যে দেরিতে হলেও শিলিগুড়ি জুড়ে তীব্র শীত জাঁকিয়ে বসেছে !
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ও দুই দিনাজপুর জেলায় সকালে ঘন কুয়াশার চাদর বিস্তার করে রয়েছে! বেলা বৃদ্ধির সাথে সাথে কুয়াশা চাদর কিছুটা পাতলা হয়ে গতকাল থেকে শহরবাসী সূর্যের মুখ দেখতে শুরু করেছেন। তবে এখনো রাতে ও সকালে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় প্রধান শহর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী অঞ্চলের ঘন কুয়াশা আবৃত থাকছে। সঙ্গে জুড়েছে তীব্র হিম শীতল উত্তরে হাওয়া !
আগামী তিন দিন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় শীতের দাপট বজায় থাকতে চলেছে।
তবে আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মেঘ বৃষ্টি কাটলেই
ফের আরো একবার শিলিগুড়িসহ উত্তরবঙ্গের অন্যান্য অংশে শীত আরও একবার ভেল্কি খেলা দেখাতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ !
পরিশেষে বলাই যায় যে, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে ফেব্রুয়ারী মাসে জাঁকিয়ে শীত আরও একবার ছোঁবল মারতেই পারে !
Date : 27/01/2024
No comments:
Post a Comment