১৭ই ফেব্রুয়ারি ২০২৪
Saturday, February 17, 2024
দক্ষিণবঙ্গে টর্নেডো ঘূর্ণির আশঙ্কা ২০২৪ সালে।। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সঙ্গে দেখা যাবে টর্নেডো।
নিজস্ব সংবাদদাতা: বিগত বছরগুলোর তুলনায় ২০২৪ সালের গ্রীষ্মে ভয়াবহ আকার ধারণ করতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তাপপ্রবাহের পাশাপাশি গ্রীষ্মের ঝড়বৃষ্টিতে টর্নেডোর সম্ভাবনা রয়েছে। বিগত বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সময় ঝাড়খণ্ডের জামশেদপুরে টর্নেডোর উদ্ভব ঘটেছে। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত চড়া থাকবে এলনিনো যার কারণে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রার উর্দ্ধগতি দেখা যাবে। ঝড়বৃষ্টির পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে মার্চে ৩৫-৩৯°সে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০°সে ছাড়িয়ে যেতে পারে। এই সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বায়ুর চাপ অস্বাভাবিক হারে কমিয়ে দিতে পারে এবং ছোট ছোট পকেটে কম বায়ুপ্রবাহ অঞ্চল সৃষ্টি করবে। এবং গরমের শেষ দিকে লা নিনার প্রভাব শুরু হবে এবং বঙ্গোপসাগরের জলতল তাপমাত্রা বাড়তে শুরু করবে। যা প্রভাব ফেলবে মিডল ও আপার ট্রপোস্ফিয়ারিক বায়ুমণ্ডলে। জেট বাতাসের অস্বাভাবিক উত্থান ও পতন তৈরি হবে। উপরের স্তরের জেট বাতাস ও নিম্নস্তরের বায়ুপ্রবাহের তারতম্যের কারণে তৈরি হবে ছোট, মাঝারি বা বৃহদাকার বায়ুঘূর্ণি যার জন্য টর্নেডোর প্রবণতা বাড়বে মার্চ মাস থেকে জুন মাসের বর্ষা আসার আগে পর্যন্ত সময়সীমার মধ্যে।বর্ষাকাল বা পোস্ট মনসুন পিরিয়ডেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে টর্নেডোর সম্ভাবনা থাকবে। টর্নেডো এক ধরনের স্বল্পস্থায়ী বিধ্বংসী ঘূর্ণিঝড় যা আঞ্চলিক ভাবে সৃষ্টি হয় এবং উচ্চ মাত্রায় ক্ষয়ক্ষতির কারণ হয়। ২০২৪ সালে স্থানীয় আবর্ত থেকে টর্নেডোর আশঙ্কা থাকছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে।
No comments:
Post a Comment