এপ্রিলের শুরু থেকেই দাবদাহের সতর্কতা বঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, March 28, 2024

এপ্রিলের শুরু থেকেই দাবদাহের সতর্কতা বঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: মার্চ মাসে পর্যায়ক্রমে বৃষ্টির কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেই ভাবে বাড়তে পারেনি। যার জন্য সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে সেই ভাবে গরমের দাপট এখনো অনুভূত হয়নি। তবে মার্চের শেষ থেকে একটু একটু করে বাড়ছে ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৩০শে মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০শে মার্চের পর থেকে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা হ্রাস পাওয়ার সম্ভাবনা বেশি এবং মধ্য ও পশ্চিম ভারত থেকে শুষ্ক বাতাসের প্রবাহ বৃদ্ধি পাবে। শুষ্ক বাতাসের প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে দাবদাহ পরিস্থিতি তৈরি হতে চলেছে সমগ্র দক্ষিণবঙ্গে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষত বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় দাবদাহের মাত্রা সবচেয়ে বেশি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪৫°সে আশেপাশে উঠে যাবার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৪২°সে আশেপাশে উঠে যেতে পারে। সমগ্র দক্ষিণবঙ্গেই সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দাবদাহ, তীব্র সূর্যের দাপট, লু বাতাস ও আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে।
২৮/৩/২০২৪

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......