১লা এপ্রিল ২০২৪
নিজস্ব সংবাদদাতা: ঝড়বৃষ্টির পালা এখন আর নেই দক্ষিণবঙ্গে। উত্তর পূর্ব ভারত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে তবে উত্তরবঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়। বর্তমানে নিম্নচাপ অক্ষরেখাটি উত্তর পূর্ব ভারতের উপর অবস্থান করছে। সেই সঙ্গে মধ্য ভারত থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের উপর ঢুকতে শুরু করেছে উষ্ণ ও শুষ্ক গরম বাতাস। যার জন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০ থেকে ৪৩°সে এর আশেপাশে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া। ৩৮ থেকে ৪১°সে আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ হাওড়া জেলায়। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ৩৭ থেকে ৪০°সে এর আশেপাশে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে দুপুরের দিকে গরম লু বাতাস, প্রখর থেকে প্রখরতর রোদ দেখা যাবে। তীব্র গরমে নাজেহাল হবে সমগ্র দক্ষিণবঙ্গ। এদিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় জলীয় বাষ্প প্রবেশের জন্য ঘর্মাক্ত ও অসস্তিকর ভ্যাপসা গরম অনুভব হবে। আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা। তাপপ্রবাহের সতর্কতা।
No comments:
Post a Comment