Sunday, April 14, 2024
প্রচন্ড গরমে আগামী দিনে তাপমাত্রা কি রকম থাকতে চলেছে চলুন তা জেনে নেওয়া যাক .....
নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগস্পট এর স্বাগতম । আজ ১৪৩১ বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ নববর্ষ তাই সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকে এই প্রতিবেদন শুরু করছি। আজ নববর্ষের দিন কলকাতার আলিপুরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং দমদমে তাপমাত্রা ছিল ৩৯° সেলসিয়াসের কাছাকাছি এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস আজকে ছুঁয়ে ফেলেছে তাপমাত্রা। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা প্রতিনিয়ত এলার্ট জারি করে চলেছি তাপপ্রবাহ সম্পর্কে । আমরা বলেছিলাম যে নববর্ষের দিন থেকেই বাড়তে থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবং সেই পূর্বাভাস সত্যি প্রমাণ করে আজকে কিন্তু বেশ ভালো রকম গরম লক্ষ্য করা গেছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এবং এই গোটা সপ্তাহ এই গরম ক্রমশ বাড়বে সেই আশঙ্কা জারি করা হচ্ছে । বস্তুত বলা যায় আগামী দিনে কলকাতায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা ছুঁয়ে ফেলবে যা কিন্তু মানুষের জন্য বেশ অস্বস্তির সম্মুখীন হয়ে দাঁড়াবে। তাই আমরা আবহাওয়াবিদ হয়ে আমাদের এটাই কর্তব্য যে প্রতিনিয়ত আসন্ন দুর্যোগের সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাই জন্যে আমরা বেশ কয়েকদিন ধরে এই তাপপ্রবাহের জন্য মানুষকে সচেতন করার চেষ্টা করেছি । অনেকে কমেন্টে জানিয়েছেন আমরা কেন ভয় দেখাচ্ছি , আমরা ভয় দেখাচ্ছিলাম না, আমরা সত্যিটা সম্পর্কে মানুষকে অবগত করার চেষ্টা করছিলাম এবং আগামী দিনেও করতে থাকবো । আজ উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু ক্রমশ বাড়তে চলেছে তাপমাত্রা । উত্তরবঙ্গে হয়তো তাপপ্রবাহের মতন পরিস্থিতি হবে না তবে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা বেশ বাড়তে চলেছে আগামী দিনে তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে তাপমাত্রা যে বাড়ছে এটা বলাই বাহুল্য এবং তাই আপনারা সকলে চেষ্টা করবেন বেলার দিক করে বাইরে না বেরোনোর এবং যদি বের হন তাহলে সঙ্গে যেন অতি অবশ্যই ঠান্ডা পানীয় রুমাল সানগ্লাস এসব ব্যবহার করার চেষ্টা করবেন । আগামী দিনে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির ফলে তবে তাতে তাপমাত্রায় কোন প্রভাব পড়বে না তাই সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন এবং আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে বাংলায় পেতে আমাদের চ্যানেলটি ফলো এবং share করুন। আর আমাদের সঙ্গে বাণিজ্যিকভাবে যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন myweatherwb@gmail.com এই ইমেইল আইডি তে ।
No comments:
Post a Comment