তাহলে কি এবার উত্তরবঙ্গে বাড়তে চলেছে দুর্যোগ !? চলুন তা জেনে নেই ...... - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, May 27, 2024

তাহলে কি এবার উত্তরবঙ্গে বাড়তে চলেছে দুর্যোগ !? চলুন তা জেনে নেই ......


নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া প্রবল ঘূর্ণিঝড় রিমেল বর্তমানে বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। সিস্টেমটি আগামী ২৪ ঘণ্টায় উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে চলে যাবে। সিস্টেমটি উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়বে, যার জন্য দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে প্রভাব কাটবে ঘূর্ণিঝড় রিমেলের যেহেতু সিস্টেমটি উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হবে তার জন্য প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের সংযুক্তি ঘটবে বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের দিকে এই জলীয় বাষ্প উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে জোরদার বৃষ্টি ঘটাবার সম্ভাবনা রাখছে উত্তরবঙ্গের সমতল অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু কিছু সময় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু সিস্টেমটি উত্তরবঙ্গের দিকে ও উত্তর পূর্ব ভারতের দিকে পৌঁছাতে পৌঁছাতে ক্রমশ দুর্বল হয়ে পড়বে, যার জন্য ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে দমকা হাওয়া খুব একটা বেশি দেখা যাবে না তাও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যাবে আসাম মেঘালয় মনিপুর ও মিজোরাম রাজ্যে জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ উত্তর-পূর্ব ভারতের দিকে বর্ষা প্রবেশের সম্ভাবনার প্রাক পরিস্থিতিকে অনুকূল করে তুলবে এবং প্রাক বর্ষা কে সক্রিয় করে তুলবে যেহেতু দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ দূরে চলে যাবে এবং দুর্বল হয়ে পড়বে তার জন্য আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রোদের দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সেই সঙ্গে পরশু থেকে অর্থাৎ বুধবার থেকে ফের ভ্যাপসা গরম ফিরতে পারে, দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কলকাতা হাওড়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগামী পাঁচ দিনের মধ্যে ভ্যাপসা গরম ও অস্বস্তি সূচক বাড়বে। গরমে ফের হাঁসফাঁস করবে, আম বাঙালি বিশেষত ঘর্মাক্ত অস্বস্তিকর গরমে কালকের পর থেকে আগামী সাতদিন নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। যেহেতু জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে অবস্থান করছে যথেষ্ট পরিমাণে তার জন্য আগামী সাত দিনে কয়েকটি অঞ্চলে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে অনিয়মিত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এই ধরনের বৃষ্টিপাত থেকে তীব্র বজ্রপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই স্থানীয়ভাবে আগামীকালের পর থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে তীব্র বজ্রপাত থেকে সর্তকতা অবলম্বন করুন। 
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল 
২৭শে মে ২০২৪ সন্ধ্যা ৭ টা

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......