বঙ্গোপসাগরের চোখ রাঙ্গাচ্ছে গভীর নিম্নচাপ, আজই কি ঘূর্ণিঝড় হতে চলেছে? আপনি কি সুরক্ষিত - - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, May 24, 2024

বঙ্গোপসাগরের চোখ রাঙ্গাচ্ছে গভীর নিম্নচাপ, আজই কি ঘূর্ণিঝড় হতে চলেছে? আপনি কি সুরক্ষিত -

 


বঙ্গোপসাগরের চোখ রাঙ্গাচ্ছে গভীর নিম্নচাপ, আজই কি ঘূর্ণিঝড় হতে চলেছে? আপনি কি সুরক্ষিত -


নিজস্ব সংবাদদাতা -


পূর্বাভাস মত আজই সকালে সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে এবং এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে | অনুমান আজই সন্ধেবেলা তা শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ এবং পরবর্তী পর্যায়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের পরিণত হতে পারে | ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম রাখা হবে রেমাল যা ওমানের দেওয়া যার অর্থ বালি | বিভিন্ন রকম গাণিতিক আবহাওয়া মডেল দারা অনুমান করে বোঝা যাচ্ছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শনিবার নাগাদ শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ের পরিণত হওয়ার সম্ভাবনা, যা পরবর্তীকালে আরো শক্তি বাড়িয়ে অতি তীব্র ঘূর্ণিঝড়াও পরিণত হতে পারে | সম্ভাব্য ঘূর্ণিঝড়ের অভিমুখ বর্তমানে সবচাইতে বেশি পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং সে ক্ষেত্রে  পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের ক্ষেত্রে ভয়ানক রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা অনুমান করা যাচ্ছে | আশঙ্কা যে ঘূর্ণিঝড়টি কোনরকম শক্তি না কমিয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলে আছড়ে পড়তে পারে এবং তারপরে তা কলকাতার দক্ষিণ-পূর্ব অভিমুখের দিকে এবং বাংলাদেশের খুলনার দিকে অগ্রসর হতে পারে | যেহেতু ঘূর্ণিঝড়টি বর্ষা ঢোকার মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে চলেছে তাই এর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং জায়গা অত্যন্ত বেশি এলাকা জুড়ে হতে পারে | ঘূর্ণিঝড়টি যদি সুন্দরবন উপকূলে আছড়ায় তবে  সুন্দরবন উপকূলের খাড়িগুলিতে সামুদ্রিক বান আসতে পারে যার উচ্চতা কোন কোন জায়গায় ১০ থেকে ১২ মিটার পর্যন্ত হতে পারে, এবং তার সাথে থাকতে পারে  ঘন্টায় প্রায় একশ কিলোমিটারেরও বেশি বেগে ঝড়ো হাওয়া এবং তার সাথে ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাত | এর ফলে উপকূলীয় জেলার নিচু অঞ্চলে এবং সংলগ্ন নদীবাধগুলি ভেঙে  ব্যাপক অঞ্চল প্লাবিত করতে পারে

এই জমা জল থেকে হতে পারে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব আসন্ন বর্ষাকালে এবং তা প্রবল ক্ষয়ক্ষতি করতে পারে  ওই অঞ্চলের কৃষী জমিগুলোর! 


উপকূলীয় ও তার সংলগ্ন কলকাতা ইতিহাসের উষ্ণতম এপ্রিল মাসের পরে পেতে পারে আর্দ্রতম মে মাস যেহেতু এখনো অব্দি কলকাতায় ১লা মে থেকে  প্রায় ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে যার মধ্যে ভারী বৃষ্টি হয়েছে ৬ই মে এবং বাইশে মে | আশ্চর্যজনকভাবে ২০০৯ এর আয়লা ঘূর্ণিঝড়ের সময়ও মে মাস দেখেছিল প্রায় 229 কিলোমিটার বৃষ্টি এবং ২০২০ সালে ঘূর্ণিঝড় আমফানের সময়  প্রায় ৩৮৪ মিলিমিটার  বৃষ্টি দেখেছিল কলকাতা শহর যা এখন পর্যন্ত সবচেয়ে আর্দ্রতম মে মাস হিসেবে গণ্য করা হয় | তবে আসন্ন ঘূর্ণিঝড় থেকে বৃষ্টিপাতের দরুন সেই রেকর্ড ভেঙে যাওয়া সম্ভাবনা বজায় মন।


ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলার উপকূলে পড়তে শুরু করবে শনিবার গভীর রাত্রি থেকে এবং তা চলবে সোমবার দুপুর অব্দি | ঘূর্ণিঝড়ের প্রাবল্য সবচেয়ে বেশি মাত্রায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব দিকে জেলাগুলিতে রবিবার দুপুর থেকে রাত অব্দি  | কলকাতা এবং তার দক্ষিণ-পূর্ব দিকে জেলাগুলিতে  হতে পারে একনাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় চরম ভারী বৃষ্টিপাত  সাথে ঘন্টায় ৬৫ কিলোমিটারের বেশি বেগে ঝড়ো হওয়ার সম্ভাবনা সমগ্র রবিবার জুড়ে | ঘূর্ণিঝড় শক্তি বাড়াবার কারণে আজ কেন পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গ ও উড়িষ্যার উপকূলের আকাশ প্রধানত পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল থাকবে। তবে শনিবার বিকেল থেকেই আবহাওয়া ক্রমশ পরিবর্তিত হতে শুরু করবে | ঘূর্ণিঝড়ের কোনরকম প্রকোপ শনিবার ভোটের ওপর থাকবে না তবে পরোক্ষভাবে দীঘা এবং কাঁথির মতো এলাকায় খুব হালকা প্রকোপ থাকতে পারে স্থানীয় বর্জ্যগর্ভ মেঘ তৈরীর কারণে | 


এরকমই আবহাওয়া এবং ঘূর্ণিঝড় সংক্রান্ত সঠিক ও সময় মত তথ্য পেতে জুড়ে থাকুন আমাদের সাথে সর্বদা এবং নিজে সতর্ক থাকুন।

Read more on our website



No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......