"ভেরি সিভিয়ার ক্লোজ লাইটেনিং অ্যাণ্ড থাণ্ডার এনকাউন্টার"- বিপজ্জনক বজ্রপাতের সতর্কতা। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 02, 2024

"ভেরি সিভিয়ার ক্লোজ লাইটেনিং অ্যাণ্ড থাণ্ডার এনকাউন্টার"- বিপজ্জনক বজ্রপাতের সতর্কতা।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মালদা দিনাজপুর দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী পাঁচ দিনে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি শক্তিশালী কিউমুল নিম বাস মেঘ থেকে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বর্ষা প্রবেশ করে গেছে এর পাশাপাশি ঝাড়খন্ড ও সংলগ্ন বিহারের ওপর একটি সার্কুলেশন অবস্থান করছে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হয়েছে এই সারকুলেশন এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপর তৈরি হওয়া, বজ্রগর্ভ মেঘ খুব দ্রুত বিস্তৃত হবে এবং ভালো রকম যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেই সমস্ত অঞ্চলে তে বিপদজনক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হলেও যে সমস্ত অঞ্চলে তে বৃষ্টিপাত হবে সেই সমস্ত অঞ্চলে তীব্র বজ্রপাত দেখা যাবে বজ্রপাতের মধ্যে সবথেকে ক্ষতিকারক বজ্রপাত হলো ক্লাউড থেকে গ্রাউন্ডে যে বজ্রপাত হয়ে থাকে আগামী পাঁচ দিন ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাত যথেষ্ট বেশি থাকবে যে সমস্ত অঞ্চলে তে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে, যার জন্য মানুষ গবাদি পশু ও জীবজন্তুর বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি এবং বজ্রপাত দ্বারা ক্ষয়ক্ষতির সম্ভাবনা আগামী পাঁচ দিন সব থেকে বেশি থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান সহ পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে বজ্রপাতের ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে এর পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা নদীয়া দুই ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকবে কেন হবে এই বজ্রপাত বেশি হওয়ার কারণ পরিমণ্ডলের উত্তাপ কনভেকটিভ এভেলেবেল পোটেন্সিয়াল এনার্জি বা কেপ ইনডেক্স বেশি থাকা পরিমন্ডলের প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান। এবং পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বজ্রপাতের ঝুঁকি অত্যন্ত বেশি থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর মালদা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে বিস্তৃত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত ভাবে এবং উত্তরবঙ্গে বিস্তৃতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত সবচেয়ে বেশি বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে। আগামী পাঁচ দিন যে সমস্ত অঞ্চল গুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেই সমস্ত অঞ্চলে ঘন্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তবে দক্ষিণবঙ্গে ঝড়ের মেঘ ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। ঝড়ের মেঘ ৪০ থেকে ৬০ কিলোমিটার থাকলেও যে সমস্ত অঞ্চলগুলোতে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে, সেই সমস্ত অঞ্চলে প্রচুর বজ্রপাত দেখা যাবে। তাই বজ্রপাত থেকে আগাম সতর্কতা গ্রহণ করুন। বর্জ্রগর্ভ মেঘ সঞ্চার হতে দেখলে দ্রুত ফাঁকা জায়গা থেকে নিরাপদ আশ্রয়ের চলে আসুন বজ্রপাতের সময় ইলেকট্রনিক্স জিনিস বন্ধ রাখুন। এবং বজ্রপাতের আগে ইলেকট্রনিক্স জিনিস আনপ্লাগড করুন বজ্রপাত চলাকালীন জলের সংস্পর্শে থাকবেন না। ধাতব জিনিসের সংস্পর্শে থাকবেন না। তীব্র বজ্রপাত চলাকালীন একসঙ্গে একই ঘরে প্রচুর সংখ্যক মানুষ জমায়েত হবেন না বিচ্ছিন্নভাবে অবস্থান করুন বজ্রপাতের সময় ভিজা জুতো পড়বেন না বজ্রপাত হওয়ার আগে যে জায়গায় আপনি উঁচু সেই জায়গা দ্রুত ত্যাগ করুন। কৃষি জমি থেকে বজ্রগর্ভ কালো মেঘ সঞ্চার হতে দেখলে দ্রুত নিরাপদ আশ্রয় চলে আসুন। না হলে চোখের পলকে বজ্রপাত জীবন কেড়ে নিতে পারে। তাই আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সকল মানুষকে তীব্র ভয়াবহ বজ্রপাত থেকে আগাম সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। 
ধন্যবাদান্তে: ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল 
২রা জুন ২০২৪ (রবিবার)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......