গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ বাসী , উত্তরবঙ্গে ভারী বৃষ্টি .. এই পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বভাস জেনে নেওয়া যাক - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 24, 2024

গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ বাসী , উত্তরবঙ্গে ভারী বৃষ্টি .. এই পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বভাস জেনে নেওয়া যাক


নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লক স্পটে স্বাগতম জানাই। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার কারণে বেশ কিছু অঞ্চলে মনোরম পরিবেশ সৃষ্টি  হলেও দক্ষিণবঙ্গের কিন্তু এখনো বেশ কিছু এলাকা সেরকম বৃষ্টি পায়নি বললেই চলে অর্থাৎ দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গে পরিস্থিতি কিন্তু বদলায়নি যেরকম ভ্যাপসা গরমে আগে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকার অধিবাসীরা বর্তমানেও কিন্তু সেই গরম বজায় থাকছে দক্ষিণবঙ্গে অর্থাৎ বলা যায় যে দক্ষিণবঙ্গ বাসীর কিন্তু এখনো কপালে চিন্তার ভাঁজ যে কবে কমবে এই গরম কবে হবে বৃষ্টি ? বস্তুতো বলা যায়, এই মুহূর্তে কোন ভারী বৃষ্টি আসার আলো আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না অর্থাৎ বর্ষার যে আমেজ সেটা কিন্তু এখনো পুরোপুরি ভাবে দক্ষিণবঙ্গ বাসীরা  উপভোগ করতে পারবেন না । তবে যেহেতু বর্ষা ঢুকে গেছে তাই কোথাও কোথাও মেঘের সঞ্চারের ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে এই সামান্য বৃষ্টিপাতের গরম কমবে না বলেই আশা করা হচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের কথা আসলে সেখানে বৃষ্টির পর বৃষ্টি ক্রমশ আরো বাড়তে চলেছে বস্তুতো বলা যায় উত্তরবঙ্গের একদম উত্তরের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামী দিনে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। যার জন্য কিন্তু পাহাড়ে এই মুহূর্তে পর্যটকদের এবং সেই অঞ্চলের সাধারণ মানুষদের বিশেষ সাবধানতা অবলম্বন করার অনুরোধ জানানো হচ্ছে এবং সাথে ভূমিধসের মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে পাহাড়ি অঞ্চলে ফলে উত্তরবঙ্গে এই দুর্যোগপূর্ণ মৌসুমে এবং দক্ষিণবঙ্গে গরমে নাজেহাল অবস্থায় আপনারা সকলে আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য সবার আগে পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।

1 comment:

  1. দক্ষিনবঙ্গের এমন অবস্থা কেন? কেন বৃষ্টিপাত হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরী হচ্ছে না?

    ReplyDelete