নিজস্ব সংবাদদাতা: ক্লাউডস্কেপ ফটোগ্রাফি করতে ভালো লাগে তাহলে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা আপনার জন্য ক্লাউডস্কেপ ফটোগ্রাফির আদর্শ পরিবেশ সৃষ্টি করবে বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত। পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে, যার জন্য দক্ষিণবঙ্গে পূবালী বাতাস বা ইস্টার্লি প্রবাহ বেড়ে যাবে দেখা যাবে নীল আকাশে পেজা তুলোর মতো ভাসমান মেঘ এই পেজা তুলোর মত মেঘ থেকে কোথাও কোথাও বৃষ্টি নামবে। তারপর বৃষ্টি শেষ হওয়ার পর আবার ঝকঝকে রোধ ও তার সঙ্গে মেঘ রোদ্দুর লুকোচুরি মিলিয়ে মিশিয়ে এক অপূর্ব সুন্দর ছদ্ম শরৎকালীন আকাশ তৈরি হবে এরকম ইতোস্তত এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি আবার রোদ দেখে মনে হবে যেন দুর্গাপুজো, দোরগোড়ায়। সাধারণত বর্ষাকালে পূবালী বাতাস সক্রিয় হলে ক্লাউডস্কেপ ফটোগ্রাফির আদর্শ পরিবেশ তৈরি হয় ২০২৪ সালে বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত নিম্নচাপ না তৈরি হওয়ায় পূবালী বাতাসের প্রবাহ সেভাবে সক্রিয় হয়ে ওঠেনি। তবে বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে।
তবে সেই নিম্নচাপ থেকে লাগাতার ভারী বর্ষণের সম্ভাবনা নেই বরং সেই নিম্নচাপ বিক্ষিপ্তভাবে বা কয়েক দফায় বৃষ্টি ঘটাতে পারে সাধারণত ওড়িশা মুখী নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হলে দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ হঠাৎ করে কালো হয়ে আসে এক পশলা বৃষ্টি হয় আবার তারপর রোদ উঠে যায়। এই ধরনের আবহাওয়া আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেখা যাবে। মাঝেমধ্যে ফুরফুরে হাওয়া আর বিক্ষিপ্ত বৃষ্টি নীল আকাশে পেজা তুলোর মত মেঘ মেঘের বৈচিত্র্য এ ধরনের আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এই দুই অঞ্চলে বিক্ষিপ্ত থেকে কয়েক দফায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু অঞ্চলে দু'এক পশলা ভারী স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদীয়া হুগলি এই সমস্ত অঞ্চলে ছদ্ম শরৎকালীন সুন্দর বর্ণময় আকাশ যুক্ত আবহাওয়া বিরাজ করবে তবে মাঝেমধ্যে ফুরফুরে একটু আধটু পূবালী হাওয়া বয়ে যাবে। সব থেকে বড় কথা পূবালী বাতাস সক্রিয় হলে পূর্ব দিক থেকে বৃষ্টিবাহী মেঘের আগমন হয় তাই বিকালের দিকে যদি বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেক্ষেত্রে কালো মেঘের উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে রংধনু দেখা যেতে পারে তাই যারা স্কাই স্কেপ ফটোগ্রাফি বা ক্লাউডস্কেপ ফটোগ্রাফি তৈরি করেন আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সুন্দর সুন্দর বর্ণময় মেঘের ছবি ও আকাশের ছবি তুলতে পারবেন। দক্ষিণবঙ্গে পূবালী বাতাস প্রবেশ করেলে ও সক্রিয় হয়ে উঠলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এক অনন্য বর্ণ শোভা সৃষ্টি করে যার জন্য সূর্যোদয় ও সূর্যাস্ত অপরূপ সৌন্দর্যে ভরে ওঠে। যার জন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় সূর্যোদয় ও সূর্যাস্তের সেরা ফটোগ্রাফি পাওয়া যাবে। অন্যদিকে বঙ্গোপসাগরে ওড়িশা মুখী নিম্নচাপের মূল মেঘমালা, নিম্ন চাপের পশ্চিম দিকে থাকবে পূর্বদিকে মেঘের পরিমান বিক্ষিপ্ত ও ইতস্তত হবে যার জন্য দক্ষিণবঙ্গে এই নিম্নচাপ থেকে ওই বিক্ষিপ্ত বা দু-এক দফায় বৃষ্টি হলেও উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ছত্রিশগড় মধ্যপ্রদেশ এই সমস্ত অঞ্চলে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এই নিম্নচাপ দক্ষিণবঙ্গে ছদ্ম শরৎকালীন সুন্দর আকাশের পরিবেশ সৃষ্টি করলেও এই নিম্নচাপ ভারী টানা বর্ষণ ঘটাতে পারবে না। এই নিম্নচাপের ভারী বর্ষণ পাবে মধ্য ভারত অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা কারণ বেশিরভাগ মেঘ হেলে থাকবে নিম্নচাপের পশ্চিম দিকে, তাই নিম্নচাপ ওড়িশাতে ঢুকলে বৃষ্টি ওই সমস্ত অঞ্চলেই বেশি হবে। এদিকে দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে ঘর্মাক্ত ভ্যাপসা গরম কোন কোন সময় অনুভব হবে উপকূলীয় অঞ্চলে উল্লেখযোগ্য ভারী বৃষ্টি না হলেও ফুরফুরে একটা হাওয়া থাকবে। যার জন্য দক্ষিণবঙ্গের অন্যান্য অঞ্চলের তুলনায় উপকূলীয় এলাকায় ঘর্মাক্ত অস্বস্তি কম থাকবে তবে ঘর্মাক্ত অস্বস্তি অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে। এদিকে দক্ষিণবঙ্গের মধ্য ও পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে নীল আকাশ ও পেজা তুলোর মত মেঘ দেখা যাবে বিক্ষিপ্তভাবে বা কয়েক দফায় টুকটাক বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে তবে ছদ্ম শরৎকালীন বর্ণময় আকাশ বিরাজ করবে এই সমস্ত অঞ্চলে এবং ভ্যাপসা গরম জলীয় বাষ্পের উপস্থিতির কারণে অনুভব হবে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে।
Weather of west bengal
26/6/2024
No comments:
Post a Comment