ভয়াবহ ঘর্মাক্ত ভ্যাপসা গরমে খুব জ্বালা জ্বালা ও চিড়বিড় করবে শরীর। অসস্তিসূচক উঠবে ৫০°সে। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 03, 2024

ভয়াবহ ঘর্মাক্ত ভ্যাপসা গরমে খুব জ্বালা জ্বালা ও চিড়বিড় করবে শরীর। অসস্তিসূচক উঠবে ৫০°সে।

নিজস্ব সংবাদদাতা: বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ৭ই জুন থেকে সমগ্র দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে এক ভয়াবহ ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম। এই তীব্র ভ্যাপসা গরম থেকে রেহাই মিলবে না কলকাতার। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করবে ৩৬-৪০°সে এর আশপাশে। তবে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে অসস্তিসূচক উঠে যাবে ৫০°সে ও তার উপরে। হাওড়া হুগলি কলকাতা ২৪ পরগনা ও মেদিনীপুরে সবচেয়ে বেশি কষ্টকর ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে ৪০ থেকে ৪২°সে এর আশপাশে। দিনভর ঘর্মাক্ত ও জ্বালাময় ভ্যাপসা গরম অনুভব হবে। হালকা কাজ করলেও দরদর করে ঘামবে আমবাঙালি। ৭ই জুন থেকে ১১ই জুন ২০২৪ পর্যন্ত ৫ দিন সময়সীমার মধ্যে তীব্র থেকে তীব্রতর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। প্রদত্ত সময়সীমার মধ্যে বিক্ষিপ্তভাবে আঞ্চলিক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ঝড়বৃষ্টির বণ্টন সবজায়গায় সমানভাবে হবে না। ঝড়বৃষ্টি হলেও ভ্যাপসা গুমোট গরম কমবেনা। এই সময়সীমার মধ্যে এত ভ্যাপসা গুমোট গরম বেড়ে যাওয়ার কারণ হিসাবে বলা যেতে পারে বর্ষা প্রায় দক্ষিণবঙ্গের দোড়গোড়ায় অবস্থান করবে। যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান থাকবে দক্ষিণবঙ্গে এই জলীয় বাষ্প বেড়ে যাওয়ার কারণে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকবে এবং পশ্চিম ভারত থেকে ঢোকা তাপপ্রবাহের একটি অংশ আসবে দক্ষিণবঙ্গের উপর এই দুয়ের মিলিত প্রভাবে প্রচুর পরিমাণে ঘর্মাক্ত ও জ্বালাময় ভ্যাপসা গরম অনুভব হবে। তবে দক্ষিণবঙ্গে তীব্র থেকে তীব্রতর ভ্যাপসা গুমোট গরম অনুভব হলেও উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দিনাজপুর এই সমস্ত অঞ্চলে ব্যাপক ঝড়বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে আঞ্চলিক ঝড়বৃষ্টি আর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। প্রদত্ত ভ্যাপসা গুমোট গরম থেকে বাঁচতে ঘনঘন জলপান করুন। রোদে বেরোলে ছাতা ব্যবহার করুন। পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা জলে স্নান করুন। হালকা খাবার ও পর্যাপ্ত পরিমাণে ও আর এস সেবন করুন।
Weather of West Bengal 
3rd June 2024

No comments:

Post a Comment