উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 04, 2024

উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা: জুন মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে মৌসুমী বায়ু প্রবেশ করার পর ধীরে ধীরে সক্রিয় হয়ে উঠছে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিশেষত দার্জিলিং। কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে ইতিমধ্যে ঝাড়খন্ড ও তারসংলগ্ন বিহারের ওপর একটি সাইক্লোনিক সার্কুলেশন। তৈরি হয়েছে এবং উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে ভারী বৃষ্টিপাতের। সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনে। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবে প্রাক মৌসুমী পর্যায়ের ঝড়-বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে কবে মৌসুমী বায়ুর প্রবেশ করবে তা সুস্পষ্টভাবে এখনই বলা সম্ভব না হলেও ধরা যেতে পারে ১০ থেকে। পনেরই জুনের মধ্যে। দক্ষিণবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্ষার বৃষ্টি। শুরু হতে পারে। মাল্টি ওয়েদার মডেল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এই নিম্নচাপ পরবর্তী পর্যায়ে শক্তি বৃদ্ধি করে বাংলাদেশ ও তার সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসতে পারে, যার জন্য মৌসুমী বায়ুকে টেনে নিয়ে আসবে। কলকাতা, ও পার্শ্ববর্তী অঞ্চলে জুন মাসের ১৫ তারিখের মধ্যে। তখন বর্ষার বৃষ্টি পাবে, দক্ষিণবঙ্গ। তার আগে পর্যন্ত উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে প্রাক মৌসুমী বৃষ্টি নিয়েই শান্তি পেতে হবে তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ভালো বৃষ্টি আশা করা যায়। দক্ষিণবঙ্গে । নিম্নচাপ সৃষ্টির আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ৩৫ থেকে ৩৭° সেলসিয়াসের। আশেপাশে এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর দার্জিলিং কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য অঞ্চলে, হরপা বান ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে আঞ্চলিকভাবে পার্বত্য অঞ্চলের নদীগুলির জলস্ফীতির কারণে বন্যা বা বন্যা সদৃশ পরিস্থিতি কয়েকটি পকেটে দেখা যেতে পারে উত্তরবঙ্গের তরাই ও ডুয়ার্স অঞ্চলে তৈরি হতে পারে জলমগ্নতা।
Weather of West Bengal 
4th June 2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......