নিজস্ব সংবাদদাতা বিক্ষিপ্ত বৃষ্টি টুকটাক হলেও বড় ধরনের বৃষ্টি এখনই নয়, দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হলেও বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ বিশেষত কলকাতায় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই । এদিকে বৃষ্টি না হওয়ার কারণে এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস থাকার কারণে আদ্র ও অস্বস্তিকর তীব্র ঘর্মাক্ত জ্বালাময় গরম অনুভব হবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বর্তমানে উত্তরবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গে সেরকম মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা। আগামী পাঁচ দিনেও দেখা যাচ্ছে না এদিকে উত্তর প্রদেশ বিহার ও ঝাড়খণ্ডে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থেকে আসা, বর্ধিত তাপমাত্রা আগামী দিনে আরও অস্বস্তিকর পরিবেশ তৈরি করে দেবে। দক্ষিণবঙ্গে বিশেষত পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মৃদু তাপু প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আগামী পাঁচ দিনে। এদিকে কলকাতা হাওড়া দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা পশ্চিম ও পূর্ব মেদিনীপুর নদিয়া ও হুগলি জেলায় অস্বস্তি সূচক পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতায় অস্বস্তি সূচক ৫৫° সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ ও কিছু কিছু সময় প্রধানত মেঘলা আকাশ। থাকবে। বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তীব্র অস্বস্তি কাটবেনা দিনরাত সারাক্ষণই তীব্র অস্বস্তিকর গরম অনুভব হবে । সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উত্তর প্রদেশ থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে এর পাশাপাশি ঝাড়খন্ড ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এই সারকুলেশনের প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষত আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং তবে উত্তরবঙ্গে যতই ভারী বৃষ্টি হোক দক্ষিণবঙ্গই বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন কিছুই পাবে না। অস্বস্তিকর গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে।
Weather of West Bengal
6.6.24
No comments:
Post a Comment