আরো বাড়বে, ভয়াবহ ঘর্মাক্ত ভ্যাপসা জ্বালাময় গুমোট গরমের দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 09, 2024

আরো বাড়বে, ভয়াবহ ঘর্মাক্ত ভ্যাপসা জ্বালাময় গুমোট গরমের দাপট কলকাতা সহ দক্ষিণবঙ্গে।


নিজস্ব সংবাদদাতা অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত রিয়েল ফিল বা অস্বস্তি সূচকের চক্করে গলদঘর্ম ও ভ্যাপসা গুমোট গরমে নাজেহাল অবস্থা। দক্ষিণবঙ্গবাসীর প্রকৃত তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে লাগামছাড়া ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে অস্বস্তি সূচক। প্রকৃত তাপমাত্রা ৩৮ বা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও বাস্তবিক ক্ষেত্রে ওই তাপমাত্রা অনুভূত হচ্ছে ৬০ ডিগ্রি সেলসিয়াস ৬২ ডিগ্রি সেলসিয়াস বা তার আশেপাশে ৯ই জুন ২০২৪ রবিবার কলকাতার আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রী সেলসিয়াস কিন্তু বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকায় অসস্তি সূচক। অনুভূত হয়েছে ৬৬ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৩৯.২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা মানবদেহে অনুভূত হয়েছে ৬৬ ডিগ্রি সেলসিয়াসের ন্যায়। প্রায় প্রকৃত তাপমাত্রা থেকে ২৬. ৮ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা মানবদেহে অনুভূত হয়েছে একইভাবে হাওড়া জেলার আমতা-1 ব্লকের অন্তর্গত সিরাজবাটী অঞ্চলে প্রকৃত তাপমাত্রার থেকে প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি অনুভূত হয়েছে মানবদেহে ৯ই জুন ২০২৪ রবিবার দুপুরে হাওড়া জেলার আমতা ওয়ান ব্লকের অন্তর্গত সিরাজবাটি অঞ্চলে সর্বোচ্চ অস্বস্তি সূচক উঠে গেছে ৬৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেখানে প্রকৃত তাপমাত্রা ছিল ৩৯. ৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ 24 পরগনার অন্তর্গত বারুইপুর অঞ্চলে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৯ই জুন ২০২৪ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকলেও বেশি পরিমাণ আপেক্ষিক আদ্রতা থাকায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হয়েছে ৬৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ জলীয় বাষ্প ফ্যাক্টর দায়ী অস্বাভাবিক রিয়েলফিল বা অনুভূতি সূচক বৃদ্ধিতে বর্তমান উপগ্রহ চিত্র ও বায়ু প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে আগামী ৪৮ ঘণ্টাতেও গরম থেকে মুক্তি মিলবে না বরং আরো ভয়াবহ আকার নেবে, প্রচন্ড ঘর্মাক্ত অস্বস্তিকর এক জ্বালাময় ভ্যাপসা গরম। দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান রয়েছে। অন্যদিকে পশ্চিমাঞ্চলের ওপর শুষ্ক বাতাসের প্রবাহের কারণে তাপপ্রবাহের ন্যায় পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে না উত্তর-পূর্ব ভারতের ওপর শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা থাকার কারণে জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস চলে যাচ্ছে উত্তর-পূর্ব ভারত। ও উত্তরবঙ্গের দিকে যার জন্য প্রতিদিনই উত্তরবঙ্গ সিকিম আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় প্রচুর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে অন্যদিকে ঝাড়খণ্ডের ওপরেও একটি সাইক্লোনিক সারকুলেশন অবস্থান করলেও তার দক্ষিণ কোয়াড্রেন্টের শুষ্ক বাতাস দ্বারা প্রভাবিত হচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো অন্যদিকে ওই সারকুলেশনের এর প্রভাবে লাভবান হচ্ছে উত্তর-পূর্ব ভারত। উত্তর-পূর্ব ভারতের ওপর সার্কুলেশনের উপরের দিকের। কোয়াড্রেন্টের জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস প্রতিদিনই নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে সম্মিলিতভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটাচ্ছে এদিকে দক্ষিণবঙ্গে প্রচন্ড ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম। অনুভূত হচ্ছে মৌসুমী বায়ু বা বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেনি বর্ষা উত্তরবঙ্গে থাকার জন্য ওই বর্ষার প্রভাবে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণ জলীয় বাষ্পের যোগান ঘটছে এই জলীয় বাষ্প ও উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে ঘটে চলা তাপপ্রবাহের প্রভাব পড়ছে কলকাতা হাওড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে ৯ জুন আলিপুরে ৩৯° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অন্যদিকে পিছিয়ে থাকেনি কলকাতার দমদম দমদমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে 39. 4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে বেশি সমগ্র দক্ষিণবঙ্গেই স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকছে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে থাকায়। অসস্তি সূচক খুবই বেড়ে গেছে আগামী ৪৮ ঘন্টায় আরো কষ্টকর গরম অনুভব হবে সমগ্র দক্ষিণবঙ্গে তবে ১২ই জুন থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে ১২ ই জুন থেকে ১৬ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গের একটি বড় অংশে। বর্ষা প্রবেশ হবে এবং বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। আপাতত ১২ ই জুনের আগে পর্যন্ত মারণ কামড় বসাবে, ভয়াবহ আর্দ্র ও অস্বস্তিকর জ্বালাময় ভেপসা গুমোট গরম। আপাতত পশ্চিমাঞ্চলের কিছু অঞ্চলে তাপপ্রবাহের মত পরিস্থিতি আগামী ৪৮ ঘণ্টায় চলবে ভ্যাপসা গরম ও আর্দ্র আবহাওয়ায় পর্যাপ্ত পরিমাণে জল পান করুন শরীর থেকে নুনের পরিমাণ অতিরিক্ত জল বেরিয়ে গিয়ে ডিভাইডেডেশনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই প্রচুর পরিমাণে জল পান করুন একাধিকবার প্রয়োজন মত স্নান করুন। রোদে বেরোলে অবশ্যই ছাতা ও সানগ্লাস ব্যবহার করুন হালকা খাবার খান ও পরিমিত খাবার খান। সকাল ১০ টা থেকে বিকাল চারটে পর্যন্ত সময়সীমার মধ্যে রোদের নিচে থাকবেন না যেহেতু প্রচুর ঘর্মাক্ত গরম অনুভব হবে তাই আবদ্ধ জায়গার তুলনায় উন্মুক্ত জায়গায় থাকার চেষ্টা করুন তাতে গরম কম অনুভব হবে তুলনায়। 
Weather of West Bengal 
9/6/2024 (9.23 Pm)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......