মহানগরী কলকাতা পেলে জুলাই মাসের প্রথম ভারী বৃষ্টির দেখা গতকালকে | কিন্তু ঠিক তার আগের দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় অস্বস্তি সূচক তাপমাত্রা প্রায় ৫০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল এবং হাওড়া জগতবল্লভপুর তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রী ছুঁয়ে গেছিল | ঠিক কি কারণে আবহাওয়া এতটা বিরাট পরিবর্তন হঠাৎ এবং এই পরিস্থিতি কতদিন থাকবে আসুন তা জেনে নেওয়া যাক |
আমাদের আবহাওয়া বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী গতকাল সকালবেলা মৌসুমী অক্ষরেখা কিছুটা উত্তর দিকে সরে গিয়ে অবস্থান করে কলকাতার উত্তরে কৃষ্ণনগর শহরের উপর দিয়ে যা গত কয়েকদিন ধরে অবস্থান করছিল ওড়িশার উপরে উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থানের জন্য | কিন্তু গতকাল সকালে সেই ঘূর্ণাবর্ত দুর্বল হয়ে পড়ায় মৌসুমী অক্ষরেখা উত্তরের দিকে সরতে থাকে | যার ফলে দক্ষিণবঙ্গের মৌসুমী অক্ষরেখার উত্তর এবং দক্ষিণের অংশে ব্যাপকভাবে বৃষ্টিপাত হয় এবং বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলী ২ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এমনকি মহানগরী কলকাতাতে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় হুগলি জেলার আরামবাগের কাছে ১৪৩ মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাত রক্ষা করা যায় | এই বৃষ্টিপাতের প্রধান কারণ হিসেবে আরেকটি কারণ ও যথেষ্ট ভাবে প্রভাব ফেলেছিল এবং তা হল মৌসুমী অক্ষরেখার আগামী কালকে বায়ুমন্ডলের মধ্যস্থলে অবস্থান যার ফলে উপরের দিক থেকে অগ্রসর হওয়া ক্রান্তীয় পূবালী জেট বায়ু এবং নিচের দিকে মৌসুমী বায়ুর সংযোগ গাঙ্গেয় সমভূমির বিস্তীর্ণ অঞ্চলের উপর তৈরি হয় ঘন মেঘের আবরণ যা ক্রান্তীয় পূবালী জেট বায়ুর ধাক্কায় পূর্ব দিকে সরে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের বৃষ্টিপাত ঘটায় | আজকে এই মৌসুমী অক্ষরেখা কিছুটা দুর্বল হয়ে গিয়ে উত্তর দিকে সরে হিমালয় অঞ্চলে অবস্থান করছে এবং এর ফলে আগামী কয়েকদিনের উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার বাড়বে আশা করা যাচ্ছে | তবে জুলাই মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ সৃষ্টি হলে মৌসুমী অক্ষরেখা আবার নিচে নেমে আসতে পারে ১৯ থেকে ২০শে জুলাই নাগাদ যার ফলে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির ব্যাপ্তি, ততদিন অব্দি দক্ষিণবঙ্গে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যাবে |
আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে দূরে থাকুন আমাদের সাথে সর্বদা |
No comments:
Post a Comment