নিজস্ব সংবাদদাতা: শক্তিশালী মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমান উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে রাজস্থান থেকে বাংলাদেশ উপকূল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এর পাশাপাশি আগামী 96 ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে যার জন্য মৌসুমী অক্ষরেখাটি আরো সক্রিয় হয়ে উঠবে যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে চলেছে। দশই আগস্ট দক্ষিণবঙ্গে ইতস্তত বিক্ষিপ্ত ভাবে বজ্র গর্ভ মেঘ সঞ্চার হয়ে ছোট ছোট অঞ্চলে মাইক্রো ব্লাস্ট কন্ডিশন তৈরি হয়েছে অর্থাৎ বজ্রগর্ভ মেঘটি ছোট ছোট অঞ্চলের ওপর তৈরি হচ্ছে এবং যে সমস্ত অঞ্চলের উপর তৈরি হচ্ছে। সেখানে ভারী বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাত দেখা যাচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিষর আরো বাড়তে চলেছে, যার জন্য বিক্ষিপ্তভাবে মাইক্রো ব্লাস্ট কন্ডিশন ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়া আগামী চার থেকে পাঁচ দিন ধরে অব্যাহত থাকবে বরং বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গে। কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির যে ঘাটতি দক্ষিণবঙ্গে চলছিল তা এই বৃষ্টির প্রভাবে অনেকটাই কমবে বলে আশা করা যায়। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে চলেছে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলোতে। আগামী দিনের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বর্তমানে ইন্ডিয়া ওশেন ডাইপোল নিউট্রাল অবস্থায় রয়েছে এবং লাানিনা পরিস্থিতির উদ্ভব হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এই লা নিনা এমন একটি পরিস্থিতি যেখানে পশ্চিম প্রশান্ত মহাসাগরের জল তল তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি থাকে এবং আগামী অক্টোবর মাস পর্যন্ত লানিনা আরো সক্রিয় হয়ে উঠবে পশ্চিম প্রশান্ত মহাসাগরে, যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মাত্রা আরো বাড়বে, দক্ষিণবঙ্গে জুলাইয়ের শেষ থেকে আগস্ট মাস পর্যন্ত বৃষ্টিপাতের ঘাটতি অনেকটাই হ্রাস পেয়েছে যা আগামী দিনে আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ আরো অনেকটাই বাড়বে।
Weather of West Bengal
10/8/2024
No comments:
Post a Comment