স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, August 11, 2024

স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিম্নচাপের ভ্রুকুটি দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।।

নিজস্ব সংবাদদাতা জুন মাস থেকে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি না হওয়ার কারণে জেলায় জেলায় বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কবলে পড়ে স্বাভাবিকের থেকে। বেশি বৃষ্টি হয়েছে তবে জুলাই মাসের শেষ থেকে পরিস্থিতির বদল শুরু হয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে একের পর এক নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে প্রতিদিন কমবেশি, বৃষ্টির প্রভাবে বৃষ্টির ঘাটতি অনেকটাই কমে এসেছে। বরং কিছু কিছু জায়গায় স্বাভাবিক বৃষ্টি পাতে নেমে এসেছে। এখন প্রশ্ন হল আগামী দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকৃতি কেমন থাকবে এছাড়াও আগামী চারদিনের মধ্যে স্বাধীনতা দিবস শুরু হবে যার প্রস্তুতি জেলায় জেলায় নেওয়া শুরু হয়ে গেছে। কোথাও স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন আবার কোথাও সংস্কৃতিক অনুষ্ঠান আবার কোথাও খেলার টুর্নামেন্ট শুরু হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিচার করে দেখা যাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে। যার জন্য দক্ষিণবঙ্গের কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হচ্ছে। যা আগামী বেশ কিছুদিন কম বেশি চলতে থাকবে। বরং ১৪ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে কারণ মৌসুমী অক্ষরেখাটি শক্তিশালী হয়ে বাংলাদেশের উপর ১৪ থেকে ১৬ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি করবে যা পরবর্তী পর্যায়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য স্বাধীনতা দিবসের সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে চলেছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে কম বেশি, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেহেতু নিম্নচাপটি গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার জন্য সমগ্র দক্ষিণবঙ্গে কম বেশি হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন ১৪ থেকে ১৫ ই আগস্ট এর মধ্যে সামগ্রিকভাবে আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি কলকাতা নদীয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে। যেহেতু গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়েই নিম্নচাপটি বিস্তৃত হবে তার জন্য সমগ্র দক্ষিণবঙ্গে দমকা থেকে ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে নিম্নচাপটির কারণে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে ভারী থেকে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে যার জন্য জলমগ্নতা সৃষ্টি হতে পারে। মূলত 14 থেকে 19 আগস্ট এর মধ্যে সামগ্রিক বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে এই সময়ের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের তীব্রতা দক্ষিণবঙ্গে তুলনায় কম থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে ১৪ থেকে ১৯ তারিখের মধ্যে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
Weather of west bengal 
11/8/2024

No comments:

Post a Comment