ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘায় ১৫ই আগষ্ট। ভারী বৃষ্টি ও হালকা উত্তাল সমুদ্রের ফুল মজা নেবে বাঙালি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, August 13, 2024

ভারী বৃষ্টির সম্ভাবনা দীঘায় ১৫ই আগষ্ট। ভারী বৃষ্টি ও হালকা উত্তাল সমুদ্রের ফুল মজা নেবে বাঙালি।

নিজস্ব সংবাদদাতা: হালকা উত্তাল সমুদ্র সাথে ভারী বৃষ্টি কে না উপভোগ করতে চায়। শান্ত সমুদ্র সাধারণ মানুষের কাছে তত না উপভোগ্য হলেও হালকা উত্তাল সমুদ্রের সাথে ভারী বৃষ্টির পরশ পাওয়া সমুদ্রস্নান যেন উপভোগের চরমসীমায় নিয়ে যায়। ঘটনাচক্রে ২০২৪ সালের ১৫ ই আগস্ট যারা দীঘা যাচ্ছেন তাদের জন্য প্রকৃতি যেন ছাপ্পড় ভরকে সমুদ্র স্নানকে উপভোগ্য করতে চলেছে। শুধু দীঘায়ই নয়, শংকরপুর, তাজপুর মন্দারমনি এই সমস্ত অঞ্চলেও সমুদ্র স্নান যথেষ্ট উপভোগ্য হয়ে উঠবে ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্রের হাত ধরে। তবে সমুদ্র এতটা উত্তাল হবে না যে সমুদ্রে নামতে পারা যাবে না বরং ফ্লোটিং ঢেউ ও জলের মাত্রা কিছুটা বাড়ার জন্য বৃষ্টিতে ভিজে ভিজে চান করার এক আলাদাই মজা পাওয়া যাবে। কেন ২০২৪ সালের ১৫ ই আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার যারা দীঘায় যাচ্ছেন তারা ভাগ্যবান? তার কারণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে এর পাশাপাশি এই ঘূর্ণাবর্তের হাত ধরে মৌসুমী অক্ষরেখা ও বর্ষা যথেষ্ট সক্রিয় হয়ে উঠবে, যার জন্য ১৫ ই আগস্ট পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কখনো ঝমঝম বৃষ্টি আবার কখনো মুষলধারে ভারী বৃষ্টি সমুদ্র স্নানে এক আলাদাই মাত্রা জুড়ে দেবে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবার কারণে এবং মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বিস্তৃত হওয়ার কারণে বায়ুর চাপের তারতম্যের প্রভাবে সমুদ্র হালকা উত্তাল হলেও গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সময় যে রকম খুব উত্তাল হয়ে ওঠে সেটা হবে না। তার জায়গায় সমুদ্রে তৈরি হবে। বড় বড় ফ্লোটিং ঢেউ আর সেই ফ্লোটিং ঢেউয়ে স্নান করতে করতে বৃষ্টির পরশ পাওয়া সমুদ্র ঘোরাকে 100 শতাংশ সাফল্য পূর্ণ করে তুলবে তাই যারা ভাবছেন এই স্বাধীনতা দিবসের ছুটিটা কে ঘুরতে বেরিয়ে। কাজে লাগাবেন তারা অবশ্যই যেতে পারেন পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, মন্দারমনি সংকরপুর তাজপুর এই সমস্ত অঞ্চলে ১৫ই আগস্ট ঘূর্ণাবর্ত অক্ষরেখার প্রভাবে সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কখনো কখনো ঝেঁপে বৃষ্টি নামবে। অন্যদিকে যারা দক্ষিণ ২৪ পরগনার উপকূল ভাগে বেড়াতে যেতে চাইছেন তারাও ভারী বৃষ্টি ও হালকা উত্তাল সমুদ্রের মজা নিতে পারবেন তবে 15 তারিখ ভারী বৃষ্টি হতে পারে তাই ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন। ২০২৪ সালের আগস্ট মাস পড়া থেকে বৃষ্টিপাতের মাত্রা একটু একটু করে বাড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে তার জন্য ঘাটতিও কমছে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টির ঘাটতি পূরণ হয়েছে। আগামী দিনে আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে। 
13/08/2024 (Night)
Weather of West Bengal 

No comments:

Post a Comment