পৃথিবীর ওপর সৌর ঝড়ের প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিন - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, June 23, 2025

পৃথিবীর ওপর সৌর ঝড়ের প্রভাব সম্পর্কে বিস্তারিত জেনে নিন

🌞পৃথিবীতে সৌর ঝড়ের প্রভাব🌞
নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে স্বাগত জানাই । আমরা ঝড় বৃষ্টি বলতে সাধারণত দমকা হাওয়া সাথে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এরূপ কল্পনাই করে থাকি তবে কখনো কি এটা ভেবে দেখেছি যে পৃথিবী থেকে যাদের আমরা রাতের আকাশে দেখতে পায় তথা চাঁদ ও সূর্য এদের মধ্যে কি হয়ে থাকে। 
আজ আমরা সূর্যের মধ্যে ঘটে যাওয়া এক আশ্চর্য ঘটনা সম্পর্কে জানব যার নাম সৌর ঝড়। 
সৌর ঝড় হল সূর্যের পৃষ্ঠ থেকে হঠাৎ বিশাল পরিমাণ শক্তি কণা ও চৌম্বকক্ষেত্রের প্রবল বিস্ফোরণ যা মহাকাশে ছড়িয়ে পড়ে এটি সাধারণত সূর্য কলঙ্ক অঞ্চলে ঘটে থাকে। সৌর ঝড়ের দুটি প্রধান উপাদান হল সৌর ফ্লেয়ার যার অর্থ হলো সূর্যের মধ্যে হঠাৎ উজ্জ্বলতা বৃদ্ধি ও তীব্র বিস্ফোরণ। আপত্তি হল করোনাল মাছ ইঞ্জেকশন (CME) যার অর্থ হলো, সূর্যের বাইরের আবরণ থেকে বিপুল গ্যাস ও চৌম্বক ক্ষেত্রের মেঘ মহাকাশে ছড়িয়ে পড়া।
পৃথিবীর উপর প্রভাব : পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সৌর ঝড়ের চার্জিত অনাগলির সংঘর্ষ করলে ম্যাগনেট স্টর্ম সৃষ্টি হয় যার ফলেই উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে অরোরা বা মেরুজ্যোতি দেখা যায়। 
অপরদিকে সৌর ঝড়ের কারণে স্যাটেলাইটের কার্যক্ষমতা, বিঘ্নিত হয় এবং যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়। 
এছাড়াও এর ফলেই রেডিও যোগাযোগ ও জিপিএস সিস্টেমে কোন যোগ সৃষ্টি হয়। 
অতএব এক কথায় বলা যেতে পারে এই সৌর ঝড়ের ফলেই পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা ও বৈদ্যুতিক বিপর্যয় উভয়েরই সম্ভাবনা প্রবল।এটি সাধারণত প্রতিদিন কয়েকটি বার থেকে শুরু করে সৌর সর্বনিম্ন সময়কালে প্রতি সপ্তাহে একটিরও কম হতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় ১৮৫৯ সালের ক্যারিংটন ইভেন্ট, যা টেলিগ্রাফ সিস্টেমকে অকেজো করে দিয়েছিল এবং উত্তর আলো (aurora) অনেক দক্ষিণে দেখা গিয়েছিল according to NASA Science। এছাড়াও সাম্প্রতিক সময়ে, ২০২৩ সালের অক্টোবরের শেষের দিকে একটি বড় সৌর ঝড় হয়েছিল যা বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। এরূপ আরো বাকি আবহাওয়া সম্পর্কিত আপডেট পেতে আমাদের ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজটিতে চোখ রাখুন।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......