বন্যায় ভালো নেই বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় ফেনী ২০০ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাতে ভেসে গেছে। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, August 20, 2024

বন্যায় ভালো নেই বাংলাদেশ। গত ২৪ ঘন্টায় ফেনী ২০০ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাতে ভেসে গেছে।

নিজস্ব সংবাদদাতা: গত ২৪ ঘন্টায় অর্থাৎ ১৯ শে আগস্ট বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন পূর্বাংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমনিতেই বাংলাদেশের আর্থ্য ও সামাজিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। তার ওপর বাংলাদেশের উপকূলীয় ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা নিম্নচাপের প্রভাবে বন্যার কবলে পড়েছে। বাংলাদেশের নোয়াখালীর অবস্থা বন্যার দিক থেকে ভালো নয় এর পাশাপাশি সিলেট কুমিল্লা ফেনী বরগুনা বরিশাল কক্সবাজার টেকনাফ চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা ক্রমশ খারাপ দিকে এগোচ্ছে। যেহেতু বাংলাদেশের উপর থাকা নিম্নচাপটি গত ৭২ ঘন্টায় প্রায় একই যায়গায় অবস্থান করছে যার জন্য লাগাতার ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত অঞ্চলে। নিম্নচাপটির প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও উত্তরাঞ্চলের বিভাগগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মুখ থেকে বৃষ্টিপাত কেড়ে নিয়েছে বাংলাদেশ। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদীয়া জেলায় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী ৭২ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য ও তরাই ডুয়ার্স অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Weather of West Bengal.
20/8/24

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......