উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রকুটি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্য জুড়ে - - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, August 16, 2024

উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রকুটি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্য জুড়ে -

 


সবে শেষ হলো বাঙ্গালীদের বর্ষার শ্রাবণ মাস, কিন্তু গোটা আষাঢ় এবং শ্রাবণ মাসে জুড়ে মাত্র চারটি নিম্নচাপের জায়গায় ব্যাপক ঘাটটির মুখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ, এমতাবস্তায় ভাদ্র মাসের শুরুতে বঙ্গ পশ্চিমবঙ্গ এবং তৎসম বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্তের আগমন ঘটেছে যা আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপর এটি গঙ্গা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে পারে আগামী সপ্তাহের শুরুতে |  এই অগ্রসর পথে নিম্নচাপটির খুবই ক্ষীন সম্ভাবনা আছে আরো শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার,  যার ফলে এই সপ্তাহ শেষ থেকে আগামী সপ্তাহের শুরুর দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ বিশেষ করে বাংলাদেশ লেখক এবং পশ্চিম দিকে ঝাড়খন্ড লাগা জেলা গুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া , ২ ২৪ পরগনা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ২ বর্ধমান ইত্যাদি জেলার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী চার থেকে পাঁচ দিনে | সাধারণত এখন বর্ষার সময়ের পরে আগমন এবং আগস্ট মাস থেকে অতি সক্রিয়তার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে ক্রমাগত বন্যার মুখে পড়ে | ১৯৭৮ সালের ভয়ংকর বন্যাও ঘটেছিল সেপ্টেম্বর মাসেই | তবে এ বছর রাজ্যবাসী যেন বৃষ্টির মুখের দিকেই তাকিয়ে আছে কারণ বৃষ্টি না হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে ফসলের এবং তা থেকে আনাস পাতির দাম বাড়তে পারে আগামী শীতকালে |  আসন্ন নিম্নচাপের পরে পরের সপ্তাহের শেষের দিকে উত্তর বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে এবং যদি সেটি তৈরি হয় তাহলে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়তে পারে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে আগামী বেশ কয়েক সপ্তাহ যার ফলে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিকের দিকে আসতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশ আগষ্ট মাসে | তবে এই ভারী বৃষ্টি কোথাও কোথাও সামরিক বন্দরে সৃষ্টি করতে পারে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে | আমরা নিরন্তরভাবে বর্তমান এবং আসন্ন আবহাওয়া ও পরিস্থিতির দিকে ক্রমাগত নজর দিয়ে রাখছি এবং সেই মতো আপডেট এনে দেওয়া হচ্ছে

আবহাওয়া সংক্রান্ত এইরকম আরো বিস্তারিত তথ্য পেতে জুড়ে থাকুন আমাদের সাথে

No comments:

Post a Comment