নিজস্ব সংবাদদাতা: মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্ত থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তার সংলগ্ন বাংলাদেশ উপকূলে বিগত ২৪ ঘন্টায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল যা আজ ১৬ই আগস্ট ২০২৪ শুক্রবার বাংলাদেশের বরিশালের উপর নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের ফিরোজপুর ও কলাপাড়া সংলগ্ন বরিশাল উপকূলে অবস্থান করছে 16 ই আগস্ট ২০২৪ রাত সাড়ে নটার পর্যবেক্ষণ অনুযায়ী নিম্নচাপটি আগামী ৪৮ ঘণ্টায় আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্ন চাপ এমনকি গভীর নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। সিস্টেমটি মৌসুমী অক্ষরেখার প্যারালালি উত্তর ও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা ও লাগুয়া নদিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে সতেরো থেকে ২০ আগস্ট এর মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। এর সঙ্গে সিস্টেমটি যেহেতু শক্তি বৃদ্ধি করছে তাই দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিশেষত নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর ২৪ পরগনা দক্ষিণ 24 পরগনা নদীয়া মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায় ১৮ থেকে ২০শে আগস্ট এর মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে বিশেষত পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য দামোদর অববাহিকা অঞ্চলে ফের জলস্ফীতি বন্যা ও বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এর পাশাপাশি শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ থেকে ৯৬ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর যথেষ্ট উত্তাল থাকবে দিঘা মন্দারমনি তাজপুর জুনপুট সাগরদ্বীপ নামখানা কাকদ্বীপ সহ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনার উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তাল বা খুব উত্তাল সমুদ্র দেখা যাবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। নিম্নচাপ টি পশ্চিমবঙ্গে ঢোকার আগে বা পশ্চিমবঙ্গে ঢুকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির ঘাটতি কমে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রদত্ত নিম্নচাপটি যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে। তাই একনাগারে ভারী বৃষ্টি সম্ভাবনাও থাকছে, দক্ষিণবঙ্গে এবং কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রদত্ত নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও ২০০ থেকে ৩০০ মিলিমিটার তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে স্বল্প সময়ের মধ্যে। প্রদত্ত নিম্নচাপের প্রভাবে বাংলাদেশেও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা মংলা, রাজশাহী কলাপাড়া কুয়াকাটা ভোলা বরগুনা ফেনী চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৭২ ঘণ্টায় এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী ও ঢাকা বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
Weather of West Bengal
16/8/24
No comments:
Post a Comment