উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, September 18, 2024

উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি

একই বঙ্গে দুই রকম আবহাওয়া একদিকে দক্ষিণবঙ্গে যেমন বন্যার প্রকৃতি বৃষ্টির লেগেই আছে তেমনি আরেক দিকে উত্তরবঙ্গে বৃষ্টির দেখা নেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে, গত কয়েকদিন বা গত সপ্তাহ বলতে পারেন যে উত্তরবঙ্গে বৃষ্টি সেরকম দেখা মেলেনি। উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, পাহাড়ি অঞ্চলে আগস্ট এর শুরুর দিকে এবং শেষের দিকে ভালো রকম বৃষ্টি পেয়েছে এ বছর। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এখনো অব্দি উত্তরবঙ্গে কোন ভারী থেকে অতি ভারী বৃষ্টি মেলেনি। তবে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে পাহাড়ি অঞ্চল ছাড়া সমতল ভূমিতে কোথাও কোথাও বৃষ্টির ঘাটতি দেখা গেছে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বিভিন্ন অঞ্চলে ঘাটতি দেখা গেছে, তবে আগামী দিনে একটি আবারো নিম্নচাপ সৃষ্টি হচ্ছে যার ফলে উত্তরবঙ্গে কিন্তু আবারও বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই নিম্নচাপ টি যেহেতু দক্ষিণবঙ্গের ওপরে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে তাই উত্তরবঙ্গের থেকে নিম্নচাপ অক্ষরেখা সরে দক্ষিণবঙ্গে যেহুত চলে আসবে তাই আগামী দিনেও উত্তরবঙ্গে বৃষ্টি আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা তো বিদায় নেওয়ার দিন চলে এসেছে তাই উত্তরবঙ্গে আপাতত যা পরিস্থিতি তা নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর লক্ষ্য করা যাচ্ছে না। যার ফলে উত্তরবঙ্গের যে সমস্ত অঞ্চলে বৃষ্টির ঘাটতি রয়েছে সেই সমস্ত অঞ্চলে আপাতত বৃষ্টির ঘাটতি মেটানো সম্ভব হবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পাহাড়ি অঞ্চলের দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে কোন বড় ধরনের দুর্যোগের আপাতত সম্ভাবনা নেই উত্তরবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা একটু বেশি থাকবে সমতলভূমিতে অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই সমস্ত অঞ্চলে, বাকি অঞ্চলে অর্থাৎ কালিম্পং, কোচবিহার ,জলপাইগুড়ি ,এই সমস্ত অঞ্চলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment