বর্ষার বিদায় পর্ব শুরু - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, September 20, 2024

বর্ষার বিদায় পর্ব শুরু

গত জুন মাসের শুরু থেকে বর্ষা প্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে বিগত চার মাস ধরে বর্ষার তার কখনো ভয়াল রূপ আবার কখনো শান্ত রূপে বৃষ্টি ভিজিয়ে আমাদের ভারতের বিভিন্ন প্রান্তে শস্য শ্যামলা ভরিয়ে দিয়ে গেছে। এবছর বর্ষার বিভিন্ন জায়গায় অতিবৃষ্টি লক্ষ্য করা গেছে স্বাভাবিক বৃষ্টি ও লক্ষ্য করা গেছে আপাতত কোনো রকম খরা  নেই বললেই চলে, ভারতের বিভিন্ন জায়গায় এ বছর বন্যা থেকে শুরু করে অনেক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছে এই বর্ষারকালীন, আগামী এই চার মাস মৌসুমী বায়ু অত্যন্ত সক্রিয় থাকার কারণ গোটা ভারতে ভালো রকম বৃষ্টি পাওয়া গেছে, উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত সমস্ত অঞ্চলেই ভালো রকম বৃষ্টিপাত পেয়েছে। তবে দক্ষিণ ‌ভারতে বর্ষার বৃষ্টি কিছুটা কম হলেও বাকি অঞ্চলে বর্ষা অনেকটাই পরিপূর্ণতা দিয়ে গেছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে বর্ষা ধীরে ধীরে বিদায় নেবে পশ্চিম রাজস্থান থেকে। নিয়ম অনুযায়ী ভারতের পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু হয় এবং ধীরে ধীরে সারা ভারত থেকে বর্ষা বিদায় নিয়ে নেয় এক মাসের মধ্যে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৭২ ঘণ্টার পর পশ্চিম রাজস্থান থেকে বর্ষা  বিদায় নিয়ে নেবে। তবে পশ্চিমবঙ্গ থেকে এখনই কিন্তু বর্ষা বিদায় হবে না কারণ সবে পশ্চিম রাজস্থান থেকে বর্ষা বিদায় নিলেও সেই বর্ষা ধীরে ধীরে এগোতে সময় লাগবে, তাই আপাতত পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে এখনো অনেক দেরি আছে। তবে বর্ষা বিদায়ের যে প্রস্তুতি তা শুরু হয়ে গেছে আগামী ৭২ ঘণ্টা থেকে পশ্চিম রাজস্থান থেকে ধীরে ধীরে সে প্রত্যাগমন করবে। এর ফলে ভারতের রাজস্থানে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত কমবে এবং উত্তর ভারতেও অনেকটা বৃষ্টিপাত কমে আসবে। তবে পূর্ব ভারত তথা পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টিপাত জারি থাকবে, আগামী দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি কখনো আবার অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গ থেকে বর্ষা নিতে আগামী মাসে শেষের দিকে অথবা মাঝামাঝির দিকে নিতে পারে।

No comments:

Post a Comment