ভীষণ ঘর্মাক্ত অসস্তিকর গুমোট রাতের সতর্কতা। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, September 22, 2024

ভীষণ ঘর্মাক্ত অসস্তিকর গুমোট রাতের সতর্কতা।

নিজস্ব সংবাদদাতা: বাইশে সেপ্টেম্বর দক্ষিণ বঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম দেখা গেছে সকালের দিকে রোদের তেজ এত বেশি ছিল যে এটা বৈশাখ মাস নাকি ভাদ্র মাস বোঝার উপায় নেই মাত্রা ছাড়া অস্বস্তি ও ঘর্মাক্ত গরমে জেরবার হয়ে উঠেছে দক্ষিণ বঙ্গবাসী হঠাৎ করে এই ধরনের গরম পড়ার কারণ কি সাধারণত ভাদ্র মাসে কিছু সময় বৃষ্টি আবার বৃষ্টি বিরতি সময় ঘর্মাক্ত অসস্তি অনুভব হয়। উল্লেখযোগ্য সিস্টেমের অভাবে দক্ষিণবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা নিষ্ক্রিয় হয়ে অবস্থান করছে, যার জন্য সকাল থেকেই রোদের প্রকোপ বেড়েছে উল্টে বর্ষাকালে যে দক্ষিণ-পশ্চিমা বা সামুদ্রিক হওয়া দেখা যায় তার জায়গায় দেখা যাচ্ছে পশ্চিমা বাতাস যেন বর্ষা বিদায় শুরু হয়েছে বাহ্যিকভাবে দেখলে মনে হতেই পারে দক্ষিণবঙ্গবাসীর কিন্তু এমনটা ভাবার কোন কারণ নেই তার কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তই বায়ু প্রবাহের গতিপথ পরিবর্তন করে দিয়েছে। যে জায়গায় সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢোকার কথা, সে জায়গায় ঘূর্ণাবর্তটি মেঘ ও বাতাস স্থলভাগ থেকে নিজের কেন্দ্রের দিকে কেন্দ্রীভূত করছে এদিকে বর্ষা বিদায় নেয়নি। যার জন্য এক কষ্টকর গরম। অনুভব হচ্ছে। এদিকে তেইশে সেপ্টেম্বর রাত অর্থাৎ রবিবার রাত হতে চলেছে এক প্রচন্ড কষ্টকর গরমের রাত এই গরম জ্বালা ময় এবং ভীষণ অস্বস্তিকর। ২২ শে সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে আটটা নাগাদ আগরপাড়ার তাপমাত্রা রেকর্ড হয়েছে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অষ্টআশি শতাংশ যার জন্য খোদ রাতেও অসস্তি সূচক উঠে গেছে একান্ন ডিগ্রি সেলসিয়াস সোনারপুর জ্বলছে অস্বস্তিকর গরমে সাড়ে আটটা নাগাদ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩১.৬° সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অষ্টআশি শতাংশ যার জন্য অস্বস্তি সূচক অনুভূত হচ্ছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস হাওড়া জেলার বরগাছিয়ায় রাত সাড়ে আটটা নাগাদ তাপমাত্রা ৩০. ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আদ্রতা ১০০% যার জন্য অসস্তি সূচক উঠে গেছে 48° সেলসিয়াস এবং হাওড়া জেলার আমতায় অসস্তি সূচক রাত সাড়ে আটটা নাগাদ উঠে গেছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে রাত সাড়ে আটটা নাগাদ তাপমাত্রা উঠে গেছে 31 দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস অস্বস্তি সূচক ৫১°সে। এই ঘর্মাক্ত অস্বস্তিকর গরম। আগামী কাল পর্যন্ত থাকবে তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে এবং আগামী দুই থেকে তিন দিন। সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Weather of West Bengal

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......