Thursday, September 26, 2024
সারা বাংলা জুড়ে বৃষ্টি কি নতুন করে কোন দুর্যোগের ইঙ্গিত !? নাকি পরিষ্কার হতে চলেছে আবহাওয়া ?? জেনে নিন বিস্তারিত
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগতম জানাই। আপনারা যদি দক্ষিণবঙ্গের বাসিন্দা হন তাহলে আপনাদের এলাকায় অবশ্যই বিগত দুদিন ধরে লাগাতার হালকা থেকে মাঝারি ও কখনো কখনো ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে। এমনিতেই কিছুদিন আগেই বন্যা পরিস্থিতির শিকার হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তার উপর নতুন করে এই বৃষ্টিপাত সেই আশঙ্কাকে আবার জাগিয়ে তুলছে। উল্লেখ্যভাবে বিশেষ করে বলা যায় যে দক্ষিণবঙ্গে পুজোর আগে এই বৃষ্টিপাত কিছুতেই যেন থামার নাম নিচ্ছে না । সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে বৃষ্টিপাত থামবে কবে ? সেই সকল মানুষদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আগামীকাল বৃষ্টিপাত হলেও এবার ধীরে ধীরে ক্রমশ আবহাওয়ার উন্নতি ঘটবে এবং পরিষ্কার আকাশ আমরা আর কিছুদিনই লক্ষ্য করতে পারব। এরপর এই মুহূর্তে আপাতত কোন নতুন করে দুর্যোগের সম্ভাবনা নেই। এমতাবস্থায় দাঁড়িয়ে আপনাদের মনে প্রশ্ন জাগবে তাহলে পুজোয় কি হবে ? আমরা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল টিম মহালয়ার দিন পুজো সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব যে পুজোয় আবহাওয়া কি রকম থাকতে চলেছে তাই অবশ্যই মহালয়ার দিন আমাদের পেজে আপনারা চোখ রাখবেন । এবার আসা যাক উত্তরবঙ্গের মানুষদের কথায়। বর্তমানে কিন্তু উত্তরবঙ্গে নতুন করে কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করে যেতে পারে উত্তরবঙ্গের উত্তরের বেশ কিছু অঞ্চলে যার জেরে পাহাড়ে ধস নেওয়ার মতো পরিস্থিতি থেকে শুরু করে সাধারণ মানুষদের জীবন বিপর্যস্ত হওয়া সবকিছুই ঘটতে পারে তাই সকলকে অনুরোধ জানানো হচ্ছে আপনারা অবশ্যই সতর্ক এবং সাবধানতা অবলম্বন করুন। উত্তরবঙ্গেও আগামী এক দুদিন পর আবহাওয়া উন্নতি হতে শুরু করবে । তাই পশ্চিমবঙ্গ জুড়ে এখন বৃষ্টিপাত চললেও আগামী দিনে আমরা রোদ ঝলমলে আকাশ শীঘ্রই লক্ষ্য করতে পারবো। আর এরকম সমস্ত তথ্য আরো বিস্তারিতভাবে পাওয়ার জন্য আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ চোখ রাখতে ভুলবেন না ।
No comments:
Post a Comment