নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ স্বাগত জানাই। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের দরুন যেন সবাই নাজেহাল... বৃষ্টিপাত কি আরো বাড়বে নাকি এইরকমই থাকবে নাকি আবার সেই গরমের দেখা মিলবে ?? চলুন দেখি নি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা কি রকম পরিস্থিতি হতে চলেছে....
সাধারণত নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমবঙ্গের ওপর সৃষ্টি হওয়ায় এবং নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের ফলেই এরূপ বৃষ্টিপাত এর বন্টন লক্ষ্য করা যাচ্ছে। এই নিম্নচাপ অঞ্চলটির অবস্থান এখন পশ্চিমবঙ্গের উপর হলেও তা পরবর্তীকালে ক্রমশই সরে যাওয়ার কারণে বৃষ্টিপাতের পরিমাণ আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পরে কিছুটা হল কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে বর্ষাকালের নিয়ম অনুযায়ী আবারও নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখা এবং স্থানীয় ও বজ্রগর্ভ মেঘের সঞ্চারের কারণে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। বৃষ্টিপাতের আধিক্য তুলনামূলক বেশি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলাগুলির তথা বাঁকুড়া ,পুরুলিয়া ইত্যাদি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি লক্ষ্য করা যাবে। আবার কোথাও কোথাও দু এক পসলা ভারী বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। এক কথায় বলা যেতে পারে এখনই বৃষ্টিপাতের হাত থেকে রেহাই মিলছে না পশ্চিমবঙ্গবাসীর। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় সারা দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে স্বাভাবিক এবং আকাশ আংশিক মেঘলা থাকবে এক মনোরম পরিবেশ বিরাজ করবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এটাও ঠিক যে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আদ্রতা জনিত অস্বস্তিকর ঘর্মাক্ত গরম পরিবেশ বজায় থাকতে চলেছে আগামী দিনেও।
আবহাওয়া সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল পেজটিতে চোখ রাখুন।
নমস্কার 🙏
No comments:
Post a Comment