নিজস্ব সংবাদদাতা: ধীরে ধীরে উত্তপ্ত হতে শুরু করেছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চল। সেপ্টেম্বর মাসে প্রায় জলতল তাপমাত্রার বিচ্যুতি ঘটেছে পূর্ব প্রশান্ত মহাসাগরের সঙ্গে। পশ্চিম প্রশান্ত মহাসাগর পূর্ব প্রশান্ত মহাসাগরের তুলনায় অন্যান্য বছরের তুলনায় অনেকটাই উত্তপ্ত হয়েছে যার জন্য লা নিনা পরিস্থিতি তৈরি হয়েছে। সেপ্টেম্বর মাসে পশ্চিম প্রশান্ত মহাসাগরের জল তল তাপমাত্রার বিচ্যুতি পূর্ব প্রশান্ত মহাসাগরের থেকে প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এনসো সূচক মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস সেপ্টেম্বর মাসে। ব্যুরো অফ অস্ট্রেলিয়ান মেটেরিওলজির তথ্য অনুসারে দেখা যাচ্ছে অক্টোবর মাসে তা পৌঁছাতে পারে মাইনাস ০. ৬° সেলসিয়াস অর্থাৎ লালিনা পরিস্থিতি বিরাজ করবে অক্টোবর মাসে। যার জন্য পশ্চিম প্রশান্ত মহাসাগরে তৈরি হবে ঘনঘন ক্রান্তীয় ঝঞ্ঝা এই ক্রান্তীয় সিস্টেম অর্থাৎ নিম্নচাপ বা ঘূর্ণিঝড় গুলি বঙ্গোপসাগরে এসে পড়ার সম্ভাবনা, যথেষ্ট রয়েছে এবং অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে ঝুঁকি থাকছে। তার কারণ পশ্চিম প্রশান্ত মহাসাগর উত্তপ্ত হবার পাশাপাশি বঙ্গোপসাগর উত্তপ্ত হচ্ছে এবং আগামী দিনে মৌসুমী বিদায় পর্বে জলতল তাপমাত্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জলতল তাপমাত্রা বেশি থাকলে মেডেন জুলিয়ান অসিলেশন মৌসুমী বিদায় পর্বে বঙ্গোপসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে কেন্দ্রীভূত হবার সম্ভাবনা থাকছে। যার জন্য মেডেন জুলিয়ান অসিয়েশন অক্টোবর ও নভেম্বর মাসের বেশিরভাগ সময় ফেজ তিন থেকে ছয়ের মধ্যে ঘোরাঘুরি করার সম্ভাবনা থাকছে। এবং যেহেতু জলতল তাপমাত্রা বেশি থাকবে এবং বায়ুর চাপ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসবে বা কনভারজেন্স অ্যাক্টিভিটি বেশি থাকার কারণে এম জে ওর amplitude বেশি থাকবে যার জন্য বঙ্গোপসাগরে অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে। উল্লেখযোগ্য নিম্নচাপ ও ঘূর্ণিঝড় হবার সম্ভাবনা থাকছে। এনজিও সক্রিয় হলে নিম্নচাপ সৃষ্টির অন্যান্যসূচক গুলিকে সক্রিয় করে তুলবে, এর পাশাপাশি নিরক্ষীয় রসবি তরঙ্গ ও কেলভিন তরঙ্গ কে সক্রিয় করে তুলবে, যার জন্য অক্টোবর মাসে উল্লেখযোগ্য নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা ২০২৪ সালে বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি লানিনা পরিস্থিতি থাকলে বর্ষা উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিলেও আটকে পড়ে মধ্য ভারত ও পূর্ব ভারতে এসে কারণ এই সমস্ত অঞ্চলে ট্রপিকাল একটিভিটি লা নিনা বাড়িয়ে তোলে তাই বর্ষা বিদায়ের সূচক গুলি পরিপূর্ণ মাত্রায় সম্পাদিত হতে পারেনা। বরং বৃষ্টিপাত বেড়ে যায় বর্ষা বিদায় কালে, একের পর এক ক্রান্তীয় নিম্নচাপ ও সিস্টেমের হাত ধরে। ২০২৪ সালে লা নিনা পরিস্থিতি। তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ থেকে। বর্ষা বিদায় অন্যান্য বছরে তুলনায় কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা থাকছে। এমনও হয়তো হতে পারে দুর্গা পুজোর সময়তেও বর্ষা ও নিম্নচাপের ঘনঘটা তৈরি হতে পারে তাই সামগ্রিকভাবে বলা যায় ২০২৪ সালে লালিনা পরিস্থিতি সক্রিয় হওয়ার কারণে অক্টোবরে ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে।
Weather of West Bengal
6/9/2024
No comments:
Post a Comment