বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজ্যে বাড়তে চলেছে ঝড়বৃষ্টি খুব তাড়াতাড়ি, কোন কোন জেলায় পড়তে চলেছে এর প্রভাব - - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, October 14, 2024

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজ্যে বাড়তে চলেছে ঝড়বৃষ্টি খুব তাড়াতাড়ি, কোন কোন জেলায় পড়তে চলেছে এর প্রভাব -


দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং বঙ্গের উপরে তৈরি উচ্চচাপের সংমিশ্রণে দুই বিপরীতধর্মী বায়ুর মিলনে খুব তাড়াতাড়ি রাজ্য আবার ঝড়বৃষ্টির পরিমাণ | দুর্গাপূজায় আবহাওয়া অন্যান্য বারের মতই থাকায় রাজ্যবাসীকে বৃষ্টিপাতের বিশেষ সম্মুখীন হতে হয়নি যার ফলে বঙ্গবাসীর আনন্দের আনন্দতেই কাটে | তবে দুর্গাপুজোর পরেই আছে কালীপুজো ও এই কালীপুজোতে এই গত দু'বছর বঙ্গে আঘাত এনেছে ঘূর্ণিঝড় সিটরাং ও মিধিলি | অন্যান্য বারের মতো এবারও কালী পূজার সম্মুখে বঙ্গোপসাগরে আবার ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি তৈরি হয়েছে, তবে তার আগেই দক্ষিণ বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের পরোক্ষ প্রভাবে গোটা দক্ষিণবঙ্গে সপ্তাহ শেষে বাড়িতে চলেছে ঝড় বৃষ্টির প্রকোপ | মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় এবং উত্তরবঙ্গেরও পার্বত্য ও সংলগ্ন পাদদেশীয় অঞ্চল গুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এই মুহূর্তে কোন বড় ধরনের বৃষ্টিপাত বা দুর্যোগের সম্ভাবনা গোটা রাজ্যে এই মাসের মধ্যে নেই | জলীয় বাষ্পের আধিক্যের জন্য আপাতত কয়েকদিন রাজ্যে বিক্ষিপ্তভাবে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে দিনের বেলায় তবে আসন্ন বৃষ্টিপাতের জন্য এই গরম কিছুটা হলেও কমতে পারে মাসের শেষ দিকে | আমাদের নজর সর্বদা বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এবং রাজ্যে তার প্রভাবের উপরে সর্বদা আছে তাই আবহাওয়া সংক্রান্ত যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে সম্পূর্ণরূপে পেতে জুড়ে থাকুন আমাদের সাথে |

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......