পুজোর আবহে আকাশ বাতাস যেন শ্রাবনের ধারায় মেতে উঠেছে ! এদিনও আগের দিনের মতো সমগ্র দক্ষিণবঙ্গের আকাশে মেঘের দখল এবং জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ করা যাচ্ছে | উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় আগের দিন অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় | দার্জিলিং ও বিজনবাড়িতে যথাক্রমে ১৭৫ এবং ১৩৪ মিলিমিটারের অতি ভারী বৃষ্টিপাতের হলে ধস নামে সুখিয়াপোখরি অঞ্চলে | আগামী দু তিন দিন উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুই দিনাজপুর ও মালদা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের উত্তরের দিকে জেলা অর্থাৎ মুর্শিদাবাদ ও বীরভূমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে | ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন উপকূলীয় অঞ্চলেও তবে প্রধানত এইসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষণীয় হবে | এর কারণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত যা আগামী ১২ ঘন্টায় শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং তারপর এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যার ফলে পুজোর আগে অব্দি সমগ্র পশ্চিমবঙ্গে ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পূজার সময়ও সমগ্র পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে প্রায় সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য সঠিক সময় পেতে ও নিজেকে সাবধান রাখতে আমাদের সাথে জুড়ে থাকুন সর্বদা |
No comments:
Post a Comment