পূজার মুখে আবারো দুর্ভোগ উত্তর বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ, কেমন থাকতে চলেছে তার প্রভাব পূজাতে দেখেনিন এই মুহূর্তে - - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, October 02, 2024

পূজার মুখে আবারো দুর্ভোগ উত্তর বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন নিম্নচাপ, কেমন থাকতে চলেছে তার প্রভাব পূজাতে দেখেনিন এই মুহূর্তে -


 আবারো পূজোর মধ্যে দুর্ভোগ বঙ্গবাসীর, গত কয়েকদিন ধরে তীব্র অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী অপেক্ষা করছিল একটু বৃষ্টিপাতের, সেই আশা পূর্ণ করে মহালয়া সকলেই দক্ষিণবঙ্গবাসীর ঘুম ভাঙলো তীব্র বজ্রপাতের আওয়াজে, এবং তারপরে কলকাতা সহ দুই ২৪ পরগনা ও নদীয়াতে হালকা থাকে মাঝারি বৃষ্টিপাতের একটি স্পেল হয়ে যায় | দুদিন আগের রৌদ্রজ্জ্বল আকাশ ঢেকে যায় ঘন মেঘের আবরণে |   ভারী বৃষ্টিপাত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতে  | এর কারণ হলো মায়ানমার সংলগ্ন উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা যা আগামী ৪৮ ঘণ্টায় শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের রূপ ধারণ করতে পারে | এরফলে পশ্চিমবঙ্গের উপকূলীয় অংশ অর্থাৎ সুন্দরবন এবং উত্তরবঙ্গে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও সংলগ্ন জলপাইগুড়িতে আগামী দু তিন দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চতুর্থ পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আকাশ সম্পূর্ণ মেঘে ঢাকা থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে | দুর্গাপুজোতে গাঙ্গেও পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলতে থাকবে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের বিস্তৃতি বেশি থাকতে চলেছে | এছাড়াও দূর্গা পূজার সময় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে সৃষ্টি হতে পারে যা উত্তর-পশ্চিম অভিমুখে অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হতে পারে, প্রাথমিকভাবে,  এর ফলে পশ্চিমবঙ্গে দুর্গাপূজায় অন্যান্য বেড়াচ্ছে এবারে বৃষ্টিপাতের পরিমাণ সামগ্রিকভাবে বেশি থাকতে চলেছে। আমাদের নজর সবসময় আবহাওয়ার ওপরে আছে


আবহাওয়া সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য সবার আগে পেতে আমাদের সাথে জুড়ে থাকুন


No comments:

Post a Comment