Thursday, November 14, 2024
বাড়তে চলেছে কি শীতের আমেজ !? চলুন জেনে নি বিস্তারিত .......
নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই । শীতের আমেজ কিন্তু বর্তমানে কিছু কিছু এলাকায় লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী দিনে শীতের আমেজ কিন্তু আরো বেশ খানিকটা বাড়বে। বর্তমানে বাড়ছে উত্তরে হওয়ার দাপট , যার ফলে আগামী ৪-৫ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪°© কমতে পারে । এর ফলে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৫-৭°© এর মধ্যে । এর ফলে উত্তরবঙ্গের মালদা ছাড়া প্রায় সমস্ত জেলায় ও দক্ষিণবঙ্গের উত্তর পশ্চিম অংশে অর্থাৎ পুরুলিয়া দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং উপকূলীয় অঞ্চলে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪°© সেলসিয়াস পর্যন্ত নামতে পারে । এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিনে উত্তর হওয়ার দাপটে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১৬-১৮°© এর মধ্যে থাকতে পারে। এই সাইটের ধারা নভেম্বর শেষে ও ডিসেম্বরের প্রথমে একটু কমলেও ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষের দিকে কড়া শীতের সম্মুখীন হতে চলেছে সমগ্র বাংলা । সেক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা অনেক জায়গাতেই ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে এবং ৫-৭ দিন কোথাও কোথাও স্থায়িত্ব হতে পারে শৈত্যপ্রবাহের । এরকম আরো তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ এ।
No comments:
Post a Comment